ছয়টা চার । সাইরেন বেঁজে উঠলো আবার । আস্তে আস্তে সরে সরে যেতে থাকল স্টেশন চত্তর ।এবার সামনে আরো সামনে এগিয়ে যাবার পালা । ইচ্ছে ছিল ফটোগ্রাফার হবে অনির্বাণ । পাহাড়। ,নদী ,ঝর্ণা ,মেঘ ...খুব কাছে টানত ওকে ।
বাবার ইচ্ছে ডাক্তার হবে ছেলে ,মা আবার বলে ইঞ্জিনিয়ার ।জয়েন্টে দুটোতেই ভাল রাঙ্ক ।"তবে ডাক্তারটাই থাক ।"বাবাকে ভয় করে যে খুব ও ।।
এবার এগিয়ে চলার পালা ।ও সব সময় এগিয়ে থাকতোও স্কুলে ।
তৃতীয় দিন । ছাদের রেলিং ধরে এগিয়ে যেতে হবে সামনের বিল্ডিংটায় ।সিনিয়রদের আদেশ ।অমান্য করা যাবে না ।
ও ঠিক আগের মতোই এগিয়ে চলল ,সামনে ,আরও সামনে ....।
হঠাৎ একটা শব্দ ...।
তারপর সবার থেকে অনেকটা এগিয়ে চলে গেল অনির্বান ।পিছনে ফিরে আর তাকায় নি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন