এই ব্লগটি সন্ধান করুন

কলেজ দিনের শেষ চিঠি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কলেজ দিনের শেষ চিঠি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

বন্ধু তুই

বন্ধু দিবসে সকল বন্ধুদের জন্য উৎসর্গ করলাম এই কবিতাটি ....

ফ্রেম বন্ধী জলছবি ,শুকতারা হয়ে জ্বলে
একটা চাঁদহীন আকাশে । ক্যানভাসে তখন রামধনু।
সারাবেলা খুনসুটি ,একটু আধটু ঝগড়া ,অভিমান
 মাঝে মাঝে । "কেস খাওয়াবই দেখিস তোকে "।।

আনন্দগুলো জানি করেনিস  ঠিকই ভাগ ,
দুঃখ গুলো লুকাস বলেই তো  তোর  উপর এতো হয় রাগ ।।

শহর যখন ঘুমের ঘরে স্বপ্ন আঁকে চোখে ,
আমার তখন বাঁধনছাড়া মেতে উটি পাগলামিতে ।
একসঙ্গে চায়ের কাপে চুমু দিয়ে "কাউন্ট প্লিজ "
আমার সব কিছু ,সব দুঃখ কষ্ট তুই নিজের করে নিস ।।

সময় সাথে সাথে বদলে যায় সবকিছু ,হারায় চেনাঅচেনায়
হয়তো একদিন কাছে থাকার দিনগুলো দূর হয়ে যাবে ।
যেখানেই থাকি আমাদের এই বন্ধুত্ব যেন থেকে যায় ।।


রবিবার, ২৩ জুন, ২০১৯

কলেজ ক্রাশ: জ্যোতির্ময়




##
একটা তাজমহল গড়ে উঠে ভিতরে ভিতরে
রঙ তুলি আঁকতে থাকে জলছবি ।
নতুন নতুন বন্ধু ,নতুন নতুন অচেনা চেনায়
ভালো লাগে ,লাগতেই পারে ! সবই
তখন ...লাল নীল থেকে সবুজ সিগন্যালে .... ॥

##
প্রেমিকি মন, হালকা ভীতু উত্তেজনা তখন
সিসি টু তে kfc তে বসে  "ট্রুথ এণ্ড ডেয়র "
যা হয় হবে ,ট্রুথই  বলবো  এবার ॥
তার নিরব  answer  ... ভাবুক মন
প্রতীক্ষায় থাকে তার জন্য অন্তর জালকে ... ॥

##
জ্বলতে থাকে হৃদয় ,সে শুধু বন্ধু হতে চায়
প্রেমিকি মন কি সন্তুষ্ট হয় সে সন্তনায় ?
গোলাপ শুকায় ,বন্ধুই থাক তবে ,প্রিয় বন্ধু কি হবে ?
সব কথা বলা যায় এমন এক বন্ধু সে এখন ,এমনি কি সারাজীবন রবে ?
প্রেম তো রোজ ভাঙে ,বন্ধুত্ব থেকে যায় .... ।।

##
প্রথম কবিতা পাঠক সে আমার ,সব গল্পের মহানায়িকা
কোন কবিতা কেমন হোল ? তাকে নিয়ে লেখা সেরা কোনটা ?
কার সাথে প্রেম করবো,কোন মেয়েটা বেশ মানাবে
"প্রেমিকা রেগে আছে নীরব  অভিমানে "
সমস্যার সমাধান,  দিশেহারা মন তার কাছেই পায়  ... ।।

শুক্রবার, ৩১ মে, ২০১৯

শহর তোকে



প্ল্যাটফর্ম ছেড়েছে ট্রেন

দূরে সরে সরে যাচ্ছে সব এরপর ,
প্রথম কলেজে যাওয়া ,ক্যান্টিন ,আড্ডা জমাটি কমন রুম
                 ক্লাসে বসে আনমনে ভাবা সেই মেয়েটা ।

"কাউন্ট প্লিজ" এর আবদার ,আর বলা হবে না ।।

ভীষণ রোদে বই পাড়ায় ,ক্লান্তি নিয়ে পার্ক স্ট্রিট
চুমুর আদর মাখা ভিক্টরিয়ায় ,প্রিন্সেপ ঘাটে মন জিরিয়ে নিক ।।

শহর তোকে দিলাম আমার সব টুকু আজ,ব্যর্থ প্রেমে ..
শহর তুমি ভালো থেকো ,ভীষণ মন খারাপের দিনে ।

শহর তোকে দিলাম আমি আমার না লেখা কবিতা
যাচ্ছি ছেড়ে ,পিছন ফিরে আর তাকাচ্ছি  না ।।

রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

ভালো থেকো


©জ্যোতির্ময় রায়

                (১)

অল্পদরে বিকিয়ে যাওয়া মনে
চাওয়া-পাওয়া,হিসাবটা গোলমেলে
কত তলে জল ,কিংবা কার কতটা ভিটে
ভালো থেকো তবুও মন খারাপের অসুখে ।।

ভালো থেকো দুষ্ট মিষ্টি কিছু অভিনয়
ভালো থেকো হালকা চাওয়া ,হালকা ভয় ।
ভালো থেকো অল্প অভিমান অল্প ভালোবাসা
ভালো থেকো অনিচ্ছায় আরো কাছে আসা ।।

ভালো থেকো চুমুক দেওয়া চা'এ ,
ভালো থেকো শিশির ছুঁয়া পায়ে ।
ভালো থেকো ফেলে আসা দিন ,
ভালো থেকো রং তুলি ,হয়ে রংহীন ।।

ভালো থেকো মন খারাপ
যা পুরোনো তা পুরোনোই থাক ।
নতুন করে ভালো বেসে ,ভালো থেকো
ভালো লাগার গল্প গানে ,নিজেকে ভালো রেখো ।।