বন্ধু দিবসে সকল বন্ধুদের জন্য উৎসর্গ করলাম এই কবিতাটি ....
ফ্রেম বন্ধী জলছবি ,শুকতারা হয়ে জ্বলে
একটা চাঁদহীন আকাশে । ক্যানভাসে তখন রামধনু।
সারাবেলা খুনসুটি ,একটু আধটু ঝগড়া ,অভিমান
মাঝে মাঝে । "কেস খাওয়াবই দেখিস তোকে "।।
আনন্দগুলো জানি করেনিস ঠিকই ভাগ ,
দুঃখ গুলো লুকাস বলেই তো তোর উপর এতো হয় রাগ ।।
শহর যখন ঘুমের ঘরে স্বপ্ন আঁকে চোখে ,
আমার তখন বাঁধনছাড়া মেতে উটি পাগলামিতে ।
একসঙ্গে চায়ের কাপে চুমু দিয়ে "কাউন্ট প্লিজ "
আমার সব কিছু ,সব দুঃখ কষ্ট তুই নিজের করে নিস ।।
সময় সাথে সাথে বদলে যায় সবকিছু ,হারায় চেনাঅচেনায়
হয়তো একদিন কাছে থাকার দিনগুলো দূর হয়ে যাবে ।
যেখানেই থাকি আমাদের এই বন্ধুত্ব যেন থেকে যায় ।।
ফ্রেম বন্ধী জলছবি ,শুকতারা হয়ে জ্বলে
একটা চাঁদহীন আকাশে । ক্যানভাসে তখন রামধনু।
সারাবেলা খুনসুটি ,একটু আধটু ঝগড়া ,অভিমান
মাঝে মাঝে । "কেস খাওয়াবই দেখিস তোকে "।।
আনন্দগুলো জানি করেনিস ঠিকই ভাগ ,
দুঃখ গুলো লুকাস বলেই তো তোর উপর এতো হয় রাগ ।।
শহর যখন ঘুমের ঘরে স্বপ্ন আঁকে চোখে ,
আমার তখন বাঁধনছাড়া মেতে উটি পাগলামিতে ।
একসঙ্গে চায়ের কাপে চুমু দিয়ে "কাউন্ট প্লিজ "
আমার সব কিছু ,সব দুঃখ কষ্ট তুই নিজের করে নিস ।।
সময় সাথে সাথে বদলে যায় সবকিছু ,হারায় চেনাঅচেনায়
হয়তো একদিন কাছে থাকার দিনগুলো দূর হয়ে যাবে ।
যেখানেই থাকি আমাদের এই বন্ধুত্ব যেন থেকে যায় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন