এই ব্লগটি সন্ধান করুন

স্বপ্ন সম্ভার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বপ্ন সম্ভার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৩ জুন, ২০১৯

স্বপ্ন সম্ভার(তিন)



               

আয়োনাইজেশন ...আল্ফা ,বিটা ...ফোটোন
প্রোটনের বিস্ফোরণ ।
হাইড্রোজেন বোম ।
বুলেটের আওয়াজ নেই ।
রক্তে কালাহারিতে   সভ্যতা ।
আগ্রাসন ,টেকনোলজি ।ক্ষমতা ।অধিপত্য ।
তোমার আর আমার ধর্ম আলাদা ।
রক্ত লাল তোমার মতো আমারও ।
দল ভারি ,মৃত্যুর চিঠি পৌঁছায় ডাকবাক্সে ।
একটা সভ্যতার ধ্বংস হয় ।নবজাগরণের
সূর্য উঠবে বলে ,যুদ্ধ জাহাজের সাইরেন বাজে ।।
    ঘুম তবুও কারো ভাঙ্গে না ।।

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

স্বপ্ন সম্ভার: জ্যোতির্ময়



আয়োনাইজেশন ...আল্ফা ,বিটা ...ফোটোন
প্রোটনের বিস্ফোরণ ।
হাইড্রোজেন বোম ।
বুলেটের আওয়াজ নেই ।
রক্তে কালাহারিতে সভ্যতা ।
আগ্রাসন ,টেকনোলজি ।ক্ষমতা ।অধিপত্য ।
তোমার আর আমার ধর্ম আলাদা ।
রক্ত লাল তোমার মতো আমারও ।
দল ভারি ,মৃত্যুর চিঠি পৌঁছায় ডাকবাক্সে ।
একটা সভ্যতার ধ্বংস হয় ।নবজাগরণের
সূর্য উঠবে বলে ,যুদ্ধ জাহাজের সাইরেন বাজে ।।
ঘুম তবুও কারো ভাঙ্গে না ।।
৩১/০১/১৭

শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯

স্বপ্ন সম্ভার(দুই): জ্যোতির্ময়



রক্তের পোড়া গন্ধটা পারফিউমে মিশেছে
বিজ্ঞাপনে মৃত্যুর ধ্বংসাবশেষ
 শেষ মোমবাতি মিছিল।
পৃথিবীর বুকে নাকি চাঁদের কলঙ্ক
ভয় নেই তাদের আর মুষ্টিবদ্ধ হাতে
 শাসকের মাংসের টুকরো নিয়ে যায় চিল ।।
না  পরিবর্তন ,না প্রত্যাবর্তন 
      শুধুই বদলে ফেলা ,
পুরোনো সেই নিয়মের খাঁচা ভেঙ্গে
  শুধুই সামনে ...আরো সামনে চলা ।।

বুধবার, ২ জানুয়ারী, ২০১৯

স্বপ্ন সম্ভার (এক) :জ্যো তি র্ম য়




     

চোখে প্রচুর স্বপ্ন ,
হঠাৎ মাঝরাতে ঘুম ভাঙ্গে
ছেঁড়া কাঁথায় পৃথিবী রাজত্ব ।।
বারুদের গন্ধ মাখা ঘামে
নিজসত্তার তদন্ত ।
পাল্টে গেছে নাকি সব
সাহারার বুকে বসন্ত উৎসব ।।