এই ব্লগটি সন্ধান করুন

এ মৃত্যুর উপত্যকায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এ মৃত্যুর উপত্যকায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৭ মার্চ, ২০১৯

মৃত্যুর এ উপত্যকায়

বুলেট ভর্তি মন ,গ্রীষ্মের গ্র্যান্ড ক্যানিয়নে
স্বপ্নের খোঁজ ,ঘামে গন্ধ পারফিউম ॥
ক্লান্তিহীন হকারের হাঁসি মুখ
স্বপ্ন বিক্রি করে পেট চলে......
বিজ্ঞাপনের মানচিত্রে চাকরির
 লোকেশন
মাথার মুকুট বড়ো বড়ো ডিগ্রি
পিতামাতার শৈশবি আবদার এখন বৃদ্ধাশ্রমে বিক্রি ॥
শরীর চায় শুধু ,ভিনিশিং প্রেম ,যৌনতায় 
পাশে থাকা ,কাছে আসা ,উষ্ণ চুমু ছুঁড়ে ফেলে নর্দমায় ॥

     © জ্যোতির্ময় রায়

শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

ডেমোক্রেসি: জ্যোতির্ময়



আজকাল খবর নিয়ে খবরাখবর ,বিজ্ঞাপনী জীবন ,
হাসি মুখে মুখোশ ডেকেছে চাঁদও,ক্যানসারে আক্রান্ত মন ।।
এজকাল এ দেশে স্বপ্ন বিক্রি হয় সস্তায় ,ভাতের দাম বেশি ।
"বেশ ভালো আছি",পুতুলে দিনযাপন, বিকজ ইটস ডেমোক্রেসি ।।

বাবা সেজেছে ওম ,কিংবা সন্ন্যাসী রামরহিম ।
আমরা উল্টো করে পড়ছি "হাট্টি মাট্টিম টিম "।।
শিক্ষক নিজেই ভক্ষক ,শরীর পড়াচ্ছে সেও ।
এ দেশে কৃষক অন্নহীন , এক চাদরে কেটেছে শীতও।।
কিংবা বইয়ের বোঝা মাথায় , বাজারে ডিস্কো করে জিএসটি ।
"জনগণমন অধিনায়ক.." "নো! ইটস ডেমোক্রেসি "।।

মোমবাতি জ্বলে আবার ,বিক্ষোপ কোনো মিছিল ।
ভোট দিচ্ছি ভালোমানুষ ভেবে ,রাজা দেখি চিল ।।
টাকা-ক্যান্সারে ডাক্তার কিংবা ন্যায় বিচারে উকিলও খায় চুষে ।
এদেশে সেলিব্রিটি ধর্ষক,সেই হিরো সিনেমায় ,ধর্ষিতা ট্রামের চাকায় যায় পিষে ।।
"তুই আমি চুপ চাপ থাকি ,"ভেনিশ হবি বললে কথা বেশি"।
 ।
তবুও জাতীয় পতাকা উড়ে,আলোতে সাজে শহর,
 উৎসবি সুখে," বিকোজ ইটস আওয়ার ডেমোক্রেসি ।।

শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

প্যারোডি

জনগণ মন অধিনায়ক ভাগ্য বিধাতা ,
জ্বলছে দেশ ,রক্ত ভীষণ,"স্বাধীনতা"।
পাঞ্জাব সিন্ধু গুরুরাট মারাটা
মোমবাতি জ্বালিয়ে প্যারোডি লিখছে বিধাতা।।

         এ আমার ভারত হে ,আমার ভারত হে..

গাড় মেরে দিয়ে দেশের ,গাড় মেরে দিয়ে ডেমোক্রেসি,
কৃষক শ্রমিক আত্মহত্যা করে, কেউ চুষে খায় আরো বেশি ।
দ্রাবিড় উৎকল "বাংলা" হয়েছে বঙ্গ ,
মুখ খুলে দেখো "দেশদ্রোহী" বলে করবে উরু ভঙ্গ।।

     এ আমাদের মৃত্যুর উপত্যকা হে ..মৃত্যুর উপত্যকা হে....

মুখোশ গুলো আজ দারুণ,পতাকা হাতে উজ্জাপন স্বাধীনতা'র
কালো টাকার করোপসন ,খুনি ,ধর্ষক চালাচ্ছে দেশ,তারাই মহান নেতা।

    এ আমাদের ডেমোক্রেসি হে ,ডেমোক্রেসি হে

চাকরি দেবে প্রতিশ্রুতি,ফর্ম ভরে দেয় গার মেরে
ব্রেকিং নিউজ অভিনেতারা সংবাদ শিরোনামের ।
এমনি ভাবেই দেশ চলছে আবার ছাপ্পা ভোটে রক্ত চোষা ,
শহীদের রক্তের সাদা পাতায় ভাগ্য লিখছে নেতা ...।

এ আমাদের স্বাধীনতা হে ,এ আমাদের স্বাধীনতা হে

কটা সৈনিক মরলো বর্ডারে ,নেই কোনো খোঁজ
সেলেব্রিটি ধর্ষক আবার নেতাও আজকে করে আপসোস,
তবুও আমরা "দেশদ্রোহী"মুখ খুলেছি যেই,বাক স্বাধীনতা।
ভাতের অভাব ফুটপাতে,প্যারোডি লিখছে বিধাতা....

জয় হে ,ভয় হে ভয় হে ,এ স্বাধীনতা হে ,এ ভারত বিধাতা হে ,

ভয় ভয় ভয় ভয় হে.....

©অজাত শত্রু

ক্ষমা করে দেবেন প্রিয় কবি রবীন্দ্রনাথ, জাতীয় সংগীত লিখতে গিয়ে অন্য কিছু লিখে ফেলেছি।

জনগণের কাছেও আমি ক্ষমা প্রার্থী ।ক্ষমা করবেন মন্ত্রী মশাই,নেতা ...
ক্ষমা করবেন বিধাতা ...