এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

ডেমোক্রেসি: জ্যোতির্ময়



আজকাল খবর নিয়ে খবরাখবর ,বিজ্ঞাপনী জীবন ,
হাসি মুখে মুখোশ ডেকেছে চাঁদও,ক্যানসারে আক্রান্ত মন ।।
এজকাল এ দেশে স্বপ্ন বিক্রি হয় সস্তায় ,ভাতের দাম বেশি ।
"বেশ ভালো আছি",পুতুলে দিনযাপন, বিকজ ইটস ডেমোক্রেসি ।।

বাবা সেজেছে ওম ,কিংবা সন্ন্যাসী রামরহিম ।
আমরা উল্টো করে পড়ছি "হাট্টি মাট্টিম টিম "।।
শিক্ষক নিজেই ভক্ষক ,শরীর পড়াচ্ছে সেও ।
এ দেশে কৃষক অন্নহীন , এক চাদরে কেটেছে শীতও।।
কিংবা বইয়ের বোঝা মাথায় , বাজারে ডিস্কো করে জিএসটি ।
"জনগণমন অধিনায়ক.." "নো! ইটস ডেমোক্রেসি "।।

মোমবাতি জ্বলে আবার ,বিক্ষোপ কোনো মিছিল ।
ভোট দিচ্ছি ভালোমানুষ ভেবে ,রাজা দেখি চিল ।।
টাকা-ক্যান্সারে ডাক্তার কিংবা ন্যায় বিচারে উকিলও খায় চুষে ।
এদেশে সেলিব্রিটি ধর্ষক,সেই হিরো সিনেমায় ,ধর্ষিতা ট্রামের চাকায় যায় পিষে ।।
"তুই আমি চুপ চাপ থাকি ,"ভেনিশ হবি বললে কথা বেশি"।
 ।
তবুও জাতীয় পতাকা উড়ে,আলোতে সাজে শহর,
 উৎসবি সুখে," বিকোজ ইটস আওয়ার ডেমোক্রেসি ।।

কোন মন্তব্য নেই: