এই ব্লগটি সন্ধান করুন

কাজল চোখের মেয়ে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কাজল চোখের মেয়ে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৮ এপ্রিল, ২০১৯

ক্রাশ



সেদিনও বিকেল ছিল।হঠাৎ কোনো ব্যস্ত ট্রেন
     না না সে ভালোবাসা নয় বোধহয়, নাকি প্রেম?
সিগারেটে দিয়ে টান।চুমুক চায়ে।বৃষ্টি ভেজা
    চুপচাপ।শব্দহীন।নির্বাক ক্লাসটা
যতবার ভাবি তাকাবো না তার দিকে।আড়ি
সে ম্যাগনেটিক। এসব কি বলছি ওহ সরি(sorry)!
ক্রাশ ...মানে বই খাতা জুড়ে তোর ছবি
ক্রাশ তুমি কবিতার খাতায়। স্বপ্ন সব'ই
ক্রাশ মানে ভীষণ ভয়ে ভুল করে ফেলা কিছু
সবচেয়ে ভদ্র আমি কিংবা হিরো।যাচ্ছি পিছু পিছু
হাসি তো ফাঁসি ।বেকারার হ্যাঁ দিল,আদতসে
  ক্রাশ তুমি স্বপ্নপরী । অন্য কারোর সে
সাহসী কাপুরুষ ভীষণ রকম।ধুকপুক..
ক্রাশ,আসছে প্লিজ চুপ ....
ক্রাশ, আমিও পারি প্রেমিক হতে
পজিটিভ সিগন্যাল দিও।দিন যায় আবোলতাবোল ভাবতে
ধুর এসব কি বলছি
  ক্রাশ ,তোমাকে  ইচ্ছেমতো ভাবছি

বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯

হলুদ শাড়ির মেয়ে: জ্যোতির্ময়






সে কোন এক শীত সকালে, প্রথম সূর্য ওঠার দিন
ল্যাদ খাওয়া দুপুর তখন ,আঁকছে আস্তিন ।

রোদের মুখে মন পুড়েছে।ক্ষত।বিপ্লবী'র কোনো প্রেমে
বন-পলাশী মন তার।ফিরছে শেষ ট্রেনে ...


কাজল চোখে জল জমানো ছিল।মেঘকে দিয়েছি ধার
মিছিলের ভিড়ে ,একাকী "প্রেমিক না আমি" চিৎকার ।

হঠাৎ কোনো বিপ্লব এসে ,সে পাথর হচ্ছে জল
"হাসি টুকু লেগে থাক পাগলী" ওই টুকুই সম্বল ।


অফিস ফেরত ক্লান্ত সে চোখ ,মুখ খুঁজে যায় চশমা দিয়ে,
"চোখে চোখ পড়তে'ই কাতিল তুমি" হলুদ শাড়ির মেয়ে ..

সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

সে কাজল চোখের মেয়ে :জ্যোতির্ময়






"সে'তো কাজল চোখের মেয়ে,মনখারাপি সন্ধ্যা
সে'তো বন-পলাশী'র ঠোঁটে।মন।নাছোড় বান্দা .."



সে তো ফাল্গুন কোনো হাওয়া ,হাসিমুখ মাখা
সে কোনো বিকেলে ঝালমুড়ি'র সাদে রাখা

সেতো নদীর মত বয়ে ,পাহাড় বুকে জল
সে ছোট্ট গল্পের মতই, আমার বার্বি ডোল।



বেবাক হাওয়া বইবে যেদিন ,ভিনদেশী মন জুড়ে
ভিতর ভিতর আঁকবি কি তুই মন ঘুরে ?

সস্তা দরে বিক্রি গেছে প্রেম,আবেগ বিক্রি করে
আমিও ছিলাম তাদের দলে ,এখন ভালোবেসে কে মরে?