"সে'তো কাজল চোখের মেয়ে,মনখারাপি সন্ধ্যা
সে'তো বন-পলাশী'র ঠোঁটে।মন।নাছোড় বান্দা .."
সে তো ফাল্গুন কোনো হাওয়া ,হাসিমুখ মাখা
সে কোনো বিকেলে ঝালমুড়ি'র সাদে রাখা
সেতো নদীর মত বয়ে ,পাহাড় বুকে জল
সে ছোট্ট গল্পের মতই, আমার বার্বি ডোল।
বেবাক হাওয়া বইবে যেদিন ,ভিনদেশী মন জুড়ে
ভিতর ভিতর আঁকবি কি তুই মন ঘুরে ?
সস্তা দরে বিক্রি গেছে প্রেম,আবেগ বিক্রি করে
আমিও ছিলাম তাদের দলে ,এখন ভালোবেসে কে মরে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন