এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

প্রতীক্ষা করবো আমি :জ্যোতির্ময়

নামুক এ পথে আরও অন্ধকার ,আরও এঁকে বেঁকে যাক চলে এই জলকাদার রাস্তা ।রাত নামুক আরও কিংবা ঘুম আসুক নেমে চোখে ।
আমিও অপেক্ষা করবো তোমার জন্য একটা শীতে রোদ ঝলমলে সকালের মতো ।নাঃহ ,অপেক্ষা আমি করবো না ,অপেক্ষা শব্দটা কেমন যেন একটা ,ব্যঞ্জনাহীন ,আন্তরিকতাহীন ,প্রেমহীন ,স্বার্থপর একটা ।এতে তোমায় মানায় না বুঝলে ? আমি তোমার জন্য প্রতীক্ষা করবো ...যেমন ল্যাম্পপোস্ট করে ,যেমন চাঁদ করে একটা গ্রহণের ...আমিও পথে চেয়ে রইবো তুমি আসবে বলে । হয়তো বলবে বৃথা এ প্রতীক্ষা । হয়তো তুমি অন্য কোনো না ফেরানো পথে চলে গেছো ততদিনে । তবুও প্রতীক্ষা করবো আমি ,শেষ একবার দেখা পেতে ,তোমার চোখ আঁকতে ,তোমার ঠোঁটের হাসিটুকু রংতুলিতে মেশাব আমি ,জানো তো তোমার গালের ওই দুস্টু তিলটাকে দেখলে আমার হিংসে হয় ,কি সুন্দর তোমার গাল ছুঁয়ে আছে তার ঠোঁট ? আমি হিসাব বুঝে নেবো তার ।
যাহ! এতো হবার নয় ...হয়তো সবই কল্পনা ,আমিও পাগল একটা ।

তবুও প্রতীক্ষা করবো আমি ....তোমার জন্য,শেষ অবধি ।।

                        ইতি
                     জ্যোতির্ময়

কোন মন্তব্য নেই: