এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

মন কেমনের আসিয়ানা

হয়তো রোদ ছুঁয়ে যাবে
তোমার আঁচল ,মাপকাঠি ।
আমার শহর তখন দেওয়াল
ঘড়ির কাঁটায় চলমান ।।

আলোর নিচে কাঁপতে থাকা
ছায়া ,অন্ধকারে বন্দি মুখোশ ।
সান্তনা কিছু তখন আহত ঝিনুকে
অন্য ঠিকানায় খুঁজে ফেরা আস্তানা ।।

তবুও ডাক পিয়নে আসবে বেনামী চিঠি
হাঁটুর নিচে জল ,তবুও কাপড় বাঁচিয়ে চল ।
ইস্তিহারে বিকিয়ে যাবে "মন-কেমন"
দীর্ঘশ্বাসে উপস্থিতি হবে অন্তর্বর্তী শূন্যতায় ।।


কোন মন্তব্য নেই: