##
আমার আকাশে চাঁদের অস্তিত্বটা মরিচীকা
পাহাড়ের কোনো নির্জন উপত্যকায় যে নদী
বয়ে চলে ..সমুদ্রের টানে
একশো চারের জ্বরটা যে শুধু পারদস্তম্ভটাই জানে ।
চশমা খুলে দিলেই আর একটা পৃথিবী
ঝাঁপসা অন্ধকারেও সত্যি গুলো বেরোয়
প্রশ্ন গুলো ....শূন্য আকাশে উত্তর কুড়োয় ।।
চাঁদ তো অমবস্যায় থাকে না
তারারা কিন্তু তবুও জ্বলতে থাকে ।।
পথ দেখাক বা না দেখাক জোনাকি ।।
##
মেঘ সরিয়ে উঁকিও মারে সবিতা
জমাট বাঁধা কথা গুলো হঠাৎ দেখি হয়ে গেছে কবিতা ।
মৃত অশরীয়রা গল্প শোনায় রোজ
মন মাতে নেশায় ,নতুনত্বের খোঁজ ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন