এই ব্লগটি সন্ধান করুন

শেষ রক্ত বিন্দু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শেষ রক্ত বিন্দু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮

সচ্ছা ভারত





     

চারিদিকের তুষার ঝড় ,রক্ত জমে গেছে
পারদস্তম্ভে পাঠ মাইনাস পনেরো ডিগ্রি ।
ওদিক থেকে শত্রুপক্ষের  ক্রমাগত গুলিবর্ষণ ।
হয়তো কোনো মাইন বোমের ওপর আমরা বসে
আছি ..একটু ভুল পদক্ষেপেই বাস্ট হয়ে যাবো।
হঠাৎ একটা গুলি আমার পায়ে এসে লাগল ।
রক্ত ঝরছে ..."নাহ্ তবুও পিছু হটবো না"
আমার মাতৃভুমির বুকে কারো আচড় লাগতে আমি
দেবো না ...."।।

পরসু যখন ক্যাম্পে ছিলাম টিভিতে
খবর পাঁচশো আর হাজার টাকার নোট বাতিল ।
সচ্চা ভারত অভিযান ...।
করোপশন ...কালোবাজারে রমরমা
আমার মাসের পর মাস ..দিনের পর দিন
জীবন বাজি রেখে ওই ঠাঁয় দাঁড়িয়ে
শত্রুর আক্রমনকে প্রতিহত করেছি ।
দেশের মধ্যেই যদি জঞ্জাল থাকে
সীমারেখায় কাঁটাতারে কি লাভ বলো ?
ভিতর থেকে ঝেঁটে পরিষ্কার করলেই তো
ঘর পরিষ্কার হবে ।
তবুও ..উল্টো বায়ু প্রবাহ ..।



@শেষ রক্ত বিন্দু