এই ব্লগটি সন্ধান করুন

একটা গল্প ছিল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
একটা গল্প ছিল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৩ জুন, ২০১৯

সেইদিন তারপর বাকিটা অসম্পূর্ন

A unending love 💘 story

04 July 2016
11:39 AM

গল্পটা অনেক পুরোনো
জলকাদায় সেই ছোট্টবেলার
টুপটাপ করে বৃষ্টি পড়ত রোজ মনের ভিতর
তখন সবে ক্লাস এইট ...মনে আবেক ছিল
আকাশ ছোঁয়া ..সঙ্গে গভীর মননশীলতা
"আই লাভ ইউ " এর মানেটা একটু একটু
সবে বুঝতে শেখা ...সঙ্গে অদৃশ্য আকর্ষন
ভালোলাগা ...লাগতে লাগতে হারিয়ে গেছে মন।।

সেবার প্রথম রথমেলা শুরু হয়
আমাদের হাঠখোলায় ...টানটান
উত্তেজনা সঙ্গে রথের দড়ি টানার
প্রবল চেষ্টা ...ক্যারি ব্যাগে জল ভরে
জন সমুদ্রে ছুড়ে দিতাম ।।
বৃষ্টিও ঠিক সময় এসেছিল
জলকাদায় ভরে গিয়েছিল  সারা মাঠ।।
শুধু তোমার বারন ছিল বৃষ্টিতে ভেজার ।

প্রথম প্রেম নাকি ভোলা যায় না
সত্যি কি ? ...কই আজ তো
শুধুই ইতিহাস ...।
আমার চলে যাওয়া ,এই ঝাঁপসা
অন্ধকার ছেড়ে শহরের ঝকমকে আলোয়
কই আলো ?হারিয়ে গেছি আমি
শহরের ব্যস্ততায় ..জনসমুদ্রে নিজেকেই খুজি
কম্পিটিশনের যে  জিতেই হবে শেষ নিশ্বাস অবধি ।

"তোমায় মেলায় কিনে দিয়েছিলাম লাল ফিতে
আর চুড়ি ..টিফিনের টাকা রোজ রেখে দিতাম
তোমার জন্য ...এই রথ মেলার দিনটা
কবে আসবে বলে?"
কালও রথ মেলায় গিয়েছিলাম পাঁচ বছর পর
বদলে গেছে সব ...অনেক ভিড় ছিল ,অনেক
চেনা অচেনা মুখ ...এর মাঝে ঠিক তোমায়
খুজে বের করেছিলাম ..
নাহ পাইনি ...তোমায় কাল খুজেছি পাইনি
অতীত যে শুধুই অতীত ...বর্তমানে অস্তিত্বহীন ।।

আজ জানো বৃষ্টিতে রোজ ভিজি ,ভালো লাগে
হৃদয়ের গভীরে জমতে থাকা মেঘ ঝরে পড়ে
           আমার গভীরে ...
আর অভিব্যক্তিতে হৃদয়টা হিমালয় ।
একটা সিমাহীন গন্ডির ভিতর
একরাশ অসম্পূর্ণ শব্দ ছকে ...কাটে দিন ।।

মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

রাস্তা

একটা গল্প ছিল ২০

6/4/2016
6:54 PM

         #রাস্তা
         *******

@জ্যোতির্ময় রায়

অন্ধকার ভরা গহন অরন্যের মাঝ বরাবর
জন শূণ্যহীন ...একটা নির্দারুন নিস্তব্ধতায়
দিন কাটে ...কয়েটা জন্তু হেটে গেল
আমার বুকের ঘাসে পায়ের ছোঁপছোঁপ দাগ
হলুদ থেকে খঁয়েরি ...তারপর আমার প্রকাশ
চলেছি ....অন্তহীনে ।
একদিন মানুষ এলো ..একটা শিকারী গাড়ির
চাকার দাগ ...গাছ কাটলো ..অন্ধকার সরিয়ে
আলোর প্রকাশ ...ইট,পাথর ,গিট্টি এলো
আস্তে আস্তে আমার চারিদিকে গড়ে উঠল
অট্টালিকা ...বসতবাড়ি ...ঝনুদার মতো
অনেক চায়ের দোকান ..আরো অনেক কিছু
আধুনিক সভ্যতার সকল সরমঞ্জাম ।
আজ আমি পূর্ণ একটা হাইওয়ে
কত বাস ,লরি ,ট্রাক ,অটো আমার উপর
চলে ,কখনো বা চলমান ট্রামে চোখে চোখ
 রেখে এক পথে এক সাথে চলার শপথ
হাতে হাত রেখে চলতে চলতে আজ
হয়ে গেছে দুটি পথ ...কত ভবঘুরে
হেটে চলেছে আমার বুকে ..আমি অনুভব
 করি ...যখন সিগারেটের ধোঁয়া মিশে বাতাসে
কখনো দু একটা ভিক্ষারী খুদার্ত শিশুও
হেঁটে যায়...লালবাতিতে শাসকও ট্রাফিক সিগন্যালে ...চৌমাথা মোড়ে দাড়ায় ।

চলছি ....চলতে চলতে কোথাও আবার মিশে
গেছি নর্মদায় ...যেখানে অভিশপ্ত প্রেমের
ভ্রুনের লাশ ফেলা হয় ...অত্যাধুনিক সভ্যতার জঞ্জাল ।
আবার কোথাও মিশে গেছি অন্য কারো সাথে
পাশাপাশি চলছি শর্তহীন ভাবে ।
দিকভ্রম পথিক হারিয়ে ফেলেছে পথ কখনো
চৌড়ঙ্গি মোড়ে ....।
অন্তহীন ....চলার ঠিকানা
তাই পিছোনে ফিরে তাকাবার সময়
যে থাকে না ..কি হবে পিছোনে তাকিয়ে
সময় যে কারো জন্য অপেক্ষা করে না ...।।

শুক্রবার, ৩১ মে, ২০১৯

এক পশলা বৃষ্টি ছুঁয়ে



##
ওই মেঘের চাঁদরে ঘোমটা টানে আজ চাঁদ
আলমারিতে তোমার মনের ম্যাগাজিন সাজানো না হয় থাক ।
ওই বকুল ফুলের জলকাঁদা বিছানায় ,খসে পড়ে গোলাপ
পাল ছেঁড়া নৌকায় না হয় বেনামী চিঠি ভেসে যাচ্ছে দূরে, যাক ॥

##
আমি বৃষ্টি হয়ে ছুঁয়ে দেবো তোমায় ,তোমার শরীর
আমি দূর্বা হয়ে সুড়সুড়ি দেবো আবার ,মারিয়ানা অনেকটা গভীর ।
ঝর্ণা হয়ে ঝরো পারলে আমার বুকে
মিছে অভিমান গুলো আঘাত দেয় বড্ড বেশী ,থেকো রামধনু সুখে ॥

##
 চাওয়া-পাওয়ার হিসাব আমার গ্রাফে দেয় ঋণাত্বক নতি
একটা যন্ত্রণা মাপার যন্ত্র আমার কাছে থাকতো যদি
ঠিক বুঝতে ,থেটিস কেন আজ হিমালয় ?
থাক দূরত্ব না হয় আজ থেকে ,কেন  চশমায় আজও বৃষ্টির দাগ রয় ??


বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

বর্তমানটা অতীত

একটা গল্প ছিল ১৭
একটা গল্প ছিল ১৭

5/30/2016
8:43 AM

#বর্তমানটা_অতীত
*******************

জ্যোতির্ময় রায়

ঘরের দেওয়ালে ঠিক ঠিক শব্দে
রাত হচ্ছে ভোর ...সূর্য্য উঠছে আবার ডুবছে
আর বর্তমানটা হঠাৎ অতীত
সামনে পা বাড়াতেই ভবিষ্যৎটা
হঠাৎ বর্তমানে ....।
চলছে নদীর স্রোতে মৃত স্বপ্নের লাশ
মরচে ধরা স্মৃতির পাতায় ।
হিসাবটা ঠিকঠাকই হচ্ছে ,বানানে ভুল
বর্তমানটা অতীত হলে ,ছিড়ছি মাথার চুল ।
সামনে আবচ্ছা আগমনী...
আলো কিছুটা ,কিছুটা বা অন্ধকার
দিশাহীন পথে ...স্বপ্ন আছে হাজার
ছোট্ট ছোট্ট ভুলে ...মাসুল বর্তমানে
তাই অতীতকে দেখে শুধরে নিয়ে
বর্তমানে চলা এক পা এগিয়ে ...
আর হঠাৎ বর্তমানটা অতীত .....।।

তোমার নিমন্ত্রণ

একটা গল্প ছিল ১১
একটা গল্প ছিল ১১

5/30/2016
6:37 PM

#তোমার_নিমন্ত্রন
******************

জ্যোতির্ময় রায়

মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন
কবে যাবো ,দেখা পাবো ...তোমার নিমন্ত্রন
তোমার লাজুক লাজুক চাওয়া
তোমায় একটু কাছে পাওয়া
তোমার মিষ্টি মিষ্টি ওই হাসি
আমি বড্ড ভালোবাসি
আমি গল্প লিখেছি গানে
ওগো তোমার প্রেমের টানে
হঠাৎ কেন ওগো চলে গেলে তুমি নিরব অভিমানে ...।

হঠাৎ মেঘলা আকাশের বুকে
বৃষ্টি এলো নেমে
এক সাথে চলা পথ হঠাৎ গেল থেমে
আজ দূরে, বহু দূরে, কোথায় হারিয়ে গেছো তুমি
কত বার খুজেছি তোমায়
বার বার শুধু ফিরে এসেছি আমি
আজ তাই গাই ওগো একলা থাকার গান
কবে বাসবে ভালো আবার ,ভাঙবে অভিমান
আজ এই মেঘলা দিনে ,একলা থাকে না তো মন
কবে আবার কাছে ডাকবে
ভালোবাসবে ...ওগো পাবো
তোমার মনের নিমন্ত্রন ....।।

ওহ মন

আজ আবার মন খারাপ ,কিছু কথা ... বলতে চাই  ,বলবো কাকে ?
শুনবার মতো লোক যে আমার নাই ।
তাই শুধু  মনকে আমি সুধাই ।।



আজও কিছু মেঘ ,আজও কিছু না বলা কথা
কাগজের নৌকায় ভাসিয়ে দিয়েছি ...
আজও বৃষ্টির বিকেলে মন খারাপ অযথা ,
তোমায় চাইতে গিয়ে ,হারিয়ে গিয়েছি
পারদের উঠা নামায়  ..... ।।

##
আজও ইকোপার্ক কিংবা সিসি টু তে
আজও সেই  নির্জন দুপুর আমার জানালার কাঁচে
বৃষ্টি চিহ্ন আঁকে পুরোনো রঙ তুলি ,
আমি আজও মেঘলা আকাশে ওই শুক তারা খুজে চলি ,
কিছু কথা আজও কথাতেই হারায় ... ।।

##
তবুও আমার সমুদ্রে আছড়ে পরে ঢেউ
জানি দূরে সরে যাবে বালুচর ,চোরাবালিতে মন
"ও পাখি যাও ছুটি দিলাম ,উড়ো পারবে যতক্ষণ ।
 পারলে আমার চিতায় শুকনো গোলাপ দিও কেউ
শুধুই ছায়াবাজি,থাকবে না কেউ অপেক্ষায় ... ।।


বুধবার, ২৯ মে, ২০১৯

নির্যাতিতা

একটা গল্প ছিল ১২
একটা গল্প ছিল ১২

5/27/2016
8:31 AM

#নির্যাতিতা
************

@জ্যোতির্ময় রায়

ভিজে রাস্তা ...পথটা অন্ধকার
ল্যামপোষ্টের আলো নিভে গেছে
থমথমে চারিদিক ...ঝিঁঝিঁ পোকার ডাক
হঠাৎ .....একটা চিৎকার ..একটা আর্তনাদ
একটা অন্ধকার গলিতে জনা চার পুরুষ
একটা ষোড়শীর উপর পুরুষত্ত পরিচয়
শারীরিক অত্যাচার ....।
বাতাস বইছে জড়ে
মোমবাতিটা নিভে গেছে ঠাকুর ঘরে
হিংস্র হাসির আওয়াজে ভেঙে পড়ছে আকাশ
মল্লিক বাড়ির দারোয়ানটাও দিয়েছে ডুব
নেই ...কেউ নেই জন শূণ্য চারিপাশ
কেউ আসবেও না পাক না কেন সেই নিদারুন আওয়াজ
তিন ঘন্টা হলো আওয়াজ গেছে থেমে
মেঘলা আকাশে ..ঝর শেষে বৃষ্টি এলো নেমে
কাল আসবে পুলিশ আসবে নিউজ চ্যানেল
তুলবে ছবি ,হবে তদন্ত ...
আচড় লাগা দেহটা আবার চিড়বে পোষ্টমেটাম  রুমে
লাশ নিয়ে আবার রাজনৈতিক বাজারে বড় দর  কষাকষি
হবে হরতাল ,মোমবাতি মিছিল
ইস্যুর পর ইস্যু হবে ,মিটিং হবে কত
আগুন দিয়ে পোড়ানো হবে আবার
সেই ছিঁড়ে খাওয়া লাশের চিতা
পরের দিন নিউজ পেপারের হেডলাইন হবে
মল্লিক বাড়ির মেয়েটা নির্যাতিতা ......।

চিঠিটা পেয়েছো কি প্রেম

একটা গল্প ছিল ১৫
একটা গল্প ছিল ১৫

5/27/2016
6:36 AM

#চিঠিটা_কি_পেয়েছো_প্রেম?
*****************************

           @জ্যোতির্ময় রায়

সাদা পাতার ভাঁজে পেনসিলটা আছে পড়ে
স্বপ্ন এঁকেছি আমি হাজার স্কোয়ার ফিট জুড়ে
শূণ্য এ মন খোঁজে মরিচীকা
তুষার গলা জলে জমে গেছে ব্লাড প্লাজমা
গলেছে হৃদয় আবার কোনো এক টানে
তাই তো পুড়ে যায়নি এখনো
মনের ধান দূর্বারা তাপ তরঙ্গের বিকিরণে।
শূণ্য আকাশে ঝুলে আছে
ছবি ছাড়া বিষন্ন ফ্রেম
পাঠিয়েছি চিঠি তোমায়
পেয়েছো কি প্রেম?

গভীর কালো শূণ্যতায়
যন্ত্রনা গুলো একলা আমায়
ছুড়ে দেয় সাহারায় ......নির্জনতায়।
ঘুমহীন রাতে ওগো জানালায় দেখি আকাশ
সিগারেটের ধোঁয়ায় কেমন ভরে গেছে চারিপাশ
গোলাপী শয্যার দুধ সাদা পর্দায়
নীল কার্পেট ঢেউ
বেলকনিতে টবে রাখা গোলাপ সিগন্যাল
ভালোবাসবে,কাছে আসবে বলেছিল কেউ।
আছি অপেক্ষায় ..তাকিয়ে দরজায় হাজার বছর
কবে আসবে সে ,ভালোবাসবে সে
কত দিন হলো যে রাত ভোর
শূণ্য মনের নির্জনতায় আছে গ্রীন সিগন্যাল
মনের দেওয়ালে ঝুলছে তাই
ছবি ছাড়া বিষন্ন ফ্রেম
সব চিঠিতে দিলাম ....এই ঠিকানায়
বলো আসবে কি ফিরে আমার শূণ্যতা জুড়ে
ভালোবাসবে কি আবার আগের মতো
         আমায় তুমি। প্রেম ......???

ঠিক বৃষ্টি আসবে বলে

একটা গল্প ছিল১৪
একটা গল্প ছিল১৪

5/27/2016
7:59 PM

#ঠিক_বৃষ্টি_আসবে
*******************

@জ্যোতির্ময় রায়

ক্রমবর্ধিতমান এনট্রপি এনভাইরোনমেন্টের
বাতাসও উষ্ণ হয় আপেক্ষিক উষ্ণতায়
সূর্য্য রশ্মির বিকিরিত তাপ তরঙ্গ মহাকাশে খেলে
আর নদীর বুক খালি করে
জেগে উঠে বালির চড় ...ঠিক ।
প্রাকৃতিক নিয়মটাকে বাস্তবে প্রয়োগ করলে ভুল হয় না
তোমার চারপাশেও দেখো থার্মোমিটারে
বেড়ে গেছে পাঠ
বদলে গেছে সব
নীল রং হঠাৎ ফ্যাকাশে ....অজান্তে ।
তপ্তরোদে পুড়ে গেছে রাস্তার সব দূর্বাঘাস
তুমি যে সাধের মরুউদ্যান বানিয়েছিলে
আজ হঠাৎ ওয়েসিস ...অজান্তে ।
তুমি ভেঙে গিয়ে ভগবানকে প্রশ্ন করছো
কেন হলো এরকম ?
আসলে যে সব প্রাকিতিক নিয়ম
নিঁখুদ দ্বীঘাত সমীকরণের সমাধান
যা হবার তা হবেই
হয়তো একটা গল্প থাকবে
একটা বেসুরা গান ....ছন্দহীন ।
ঠিক তখনি বৃষ্টি চাই বলে
চেচিয়ে উঠবে তোমার চাতকি মন
একটু বৃষ্টি ভেজা মাটির গন্ধ
একটা বৃষ্টি ভেজা সকাল
তুমি হাল না ছেড়ে অপেক্ষা করো
ঠিক মেঘ জমবে ..ঠিক বৃষ্টি হবে
সবুজে ভরে যাবেই তোমার পর্ণমোচী অরন্য ।।

কাছে ডেকে নাও

একটা গল্প ছিল ৬
একটা গল্প ছিল ৬

5/29/2016
8:01 AM

#কাছে_ডেকে_নাও
  *****************

জ্যোতির্ময় রায়

একটা অভিমান ,একটা বেসুরো গান
একটা শঙ্খচিল ,একটা ছোট্টো মেঘের
 আড়ালে....উড়ে যেত ঠিকানাহীন পথে
একটা ছিল গল্প ..সে ভালোবাসত
একটা চুম্বনে তার আকর্ষনে হাজার কবিতা ।
গল্প ছিল ঠিক ..গানে কথা ছিল না
মরিচীকা হয়ে স্বপ্নরা করলো ছলনা
ভালোবাসা আজও আছে ...স্বপ্ন কাছে ডাকে
দূরত্বটা বেড়ে গেছে আলোকবর্ষ দূরে
গাইছি গান আজ আমি অন্য সুরে
রং তুলি মন এক শ্রাবন নিয়ে মেঘ
ওগো আঁকতে বাকি আজো তোমার ছবিটা।।

শিশির ভেজা ঘাসে লাফিয়ে চলে ফড়িং
মাঝ রাতে আর বাজে না যে রিং
বদলে গেছে রিংটোন ,ঘুমোচ্ছে আজ মধ্যরাতের ফোন
রাস্তায় ল্যাম্প পোষ্টের আলোয় ঝিমুছে ট্রাফিক
সবকিছু ছিল ..আজ কবিতা ভাষাহীন
ব্যস্ত জীবন ,এক্সামের সিলেবাসটা হিউজ
চারিদিকে কম্পিটিশন ...কোন দিকে যাবো কনফিউজ ।
কিছুটা ব্যর্থতা ,কিছুটা বা অবহেলায়
সব কিছু মিশে যায় সিগারেটের ধোঁয়ায়
তবুও সব কিছুর আড়ালে ..রেখেছি তোমায়
হৃদয়ে যে আগলে প্লিজ হাতটা বাড়িয়ে দাও
বড়ো আশা করে এসেছি গো কাছে ডেকে নাও ........।।