A unending love 💘 story
04 July 2016
11:39 AM
গল্পটা অনেক পুরোনো
জলকাদায় সেই ছোট্টবেলার
টুপটাপ করে বৃষ্টি পড়ত রোজ মনের ভিতর
তখন সবে ক্লাস এইট ...মনে আবেক ছিল
আকাশ ছোঁয়া ..সঙ্গে গভীর মননশীলতা
"আই লাভ ইউ " এর মানেটা একটু একটু
সবে বুঝতে শেখা ...সঙ্গে অদৃশ্য আকর্ষন
ভালোলাগা ...লাগতে লাগতে হারিয়ে গেছে মন।।
সেবার প্রথম রথমেলা শুরু হয়
আমাদের হাঠখোলায় ...টানটান
উত্তেজনা সঙ্গে রথের দড়ি টানার
প্রবল চেষ্টা ...ক্যারি ব্যাগে জল ভরে
জন সমুদ্রে ছুড়ে দিতাম ।।
বৃষ্টিও ঠিক সময় এসেছিল
জলকাদায় ভরে গিয়েছিল সারা মাঠ।।
শুধু তোমার বারন ছিল বৃষ্টিতে ভেজার ।
প্রথম প্রেম নাকি ভোলা যায় না
সত্যি কি ? ...কই আজ তো
শুধুই ইতিহাস ...।
আমার চলে যাওয়া ,এই ঝাঁপসা
অন্ধকার ছেড়ে শহরের ঝকমকে আলোয়
কই আলো ?হারিয়ে গেছি আমি
শহরের ব্যস্ততায় ..জনসমুদ্রে নিজেকেই খুজি
কম্পিটিশনের যে জিতেই হবে শেষ নিশ্বাস অবধি ।
"তোমায় মেলায় কিনে দিয়েছিলাম লাল ফিতে
আর চুড়ি ..টিফিনের টাকা রোজ রেখে দিতাম
তোমার জন্য ...এই রথ মেলার দিনটা
কবে আসবে বলে?"
কালও রথ মেলায় গিয়েছিলাম পাঁচ বছর পর
বদলে গেছে সব ...অনেক ভিড় ছিল ,অনেক
চেনা অচেনা মুখ ...এর মাঝে ঠিক তোমায়
খুজে বের করেছিলাম ..
নাহ পাইনি ...তোমায় কাল খুজেছি পাইনি
অতীত যে শুধুই অতীত ...বর্তমানে অস্তিত্বহীন ।।
আজ জানো বৃষ্টিতে রোজ ভিজি ,ভালো লাগে
হৃদয়ের গভীরে জমতে থাকা মেঘ ঝরে পড়ে
আমার গভীরে ...
আর অভিব্যক্তিতে হৃদয়টা হিমালয় ।
একটা সিমাহীন গন্ডির ভিতর
একরাশ অসম্পূর্ণ শব্দ ছকে ...কাটে দিন ।।
04 July 2016
11:39 AM
গল্পটা অনেক পুরোনো
জলকাদায় সেই ছোট্টবেলার
টুপটাপ করে বৃষ্টি পড়ত রোজ মনের ভিতর
তখন সবে ক্লাস এইট ...মনে আবেক ছিল
আকাশ ছোঁয়া ..সঙ্গে গভীর মননশীলতা
"আই লাভ ইউ " এর মানেটা একটু একটু
সবে বুঝতে শেখা ...সঙ্গে অদৃশ্য আকর্ষন
ভালোলাগা ...লাগতে লাগতে হারিয়ে গেছে মন।।
সেবার প্রথম রথমেলা শুরু হয়
আমাদের হাঠখোলায় ...টানটান
উত্তেজনা সঙ্গে রথের দড়ি টানার
প্রবল চেষ্টা ...ক্যারি ব্যাগে জল ভরে
জন সমুদ্রে ছুড়ে দিতাম ।।
বৃষ্টিও ঠিক সময় এসেছিল
জলকাদায় ভরে গিয়েছিল সারা মাঠ।।
শুধু তোমার বারন ছিল বৃষ্টিতে ভেজার ।
প্রথম প্রেম নাকি ভোলা যায় না
সত্যি কি ? ...কই আজ তো
শুধুই ইতিহাস ...।
আমার চলে যাওয়া ,এই ঝাঁপসা
অন্ধকার ছেড়ে শহরের ঝকমকে আলোয়
কই আলো ?হারিয়ে গেছি আমি
শহরের ব্যস্ততায় ..জনসমুদ্রে নিজেকেই খুজি
কম্পিটিশনের যে জিতেই হবে শেষ নিশ্বাস অবধি ।
"তোমায় মেলায় কিনে দিয়েছিলাম লাল ফিতে
আর চুড়ি ..টিফিনের টাকা রোজ রেখে দিতাম
তোমার জন্য ...এই রথ মেলার দিনটা
কবে আসবে বলে?"
কালও রথ মেলায় গিয়েছিলাম পাঁচ বছর পর
বদলে গেছে সব ...অনেক ভিড় ছিল ,অনেক
চেনা অচেনা মুখ ...এর মাঝে ঠিক তোমায়
খুজে বের করেছিলাম ..
নাহ পাইনি ...তোমায় কাল খুজেছি পাইনি
অতীত যে শুধুই অতীত ...বর্তমানে অস্তিত্বহীন ।।
আজ জানো বৃষ্টিতে রোজ ভিজি ,ভালো লাগে
হৃদয়ের গভীরে জমতে থাকা মেঘ ঝরে পড়ে
আমার গভীরে ...
আর অভিব্যক্তিতে হৃদয়টা হিমালয় ।
একটা সিমাহীন গন্ডির ভিতর
একরাশ অসম্পূর্ণ শব্দ ছকে ...কাটে দিন ।।