এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ২৯ মে, ২০১৯

ঠিক বৃষ্টি আসবে বলে

একটা গল্প ছিল১৪
একটা গল্প ছিল১৪

5/27/2016
7:59 PM

#ঠিক_বৃষ্টি_আসবে
*******************

@জ্যোতির্ময় রায়

ক্রমবর্ধিতমান এনট্রপি এনভাইরোনমেন্টের
বাতাসও উষ্ণ হয় আপেক্ষিক উষ্ণতায়
সূর্য্য রশ্মির বিকিরিত তাপ তরঙ্গ মহাকাশে খেলে
আর নদীর বুক খালি করে
জেগে উঠে বালির চড় ...ঠিক ।
প্রাকৃতিক নিয়মটাকে বাস্তবে প্রয়োগ করলে ভুল হয় না
তোমার চারপাশেও দেখো থার্মোমিটারে
বেড়ে গেছে পাঠ
বদলে গেছে সব
নীল রং হঠাৎ ফ্যাকাশে ....অজান্তে ।
তপ্তরোদে পুড়ে গেছে রাস্তার সব দূর্বাঘাস
তুমি যে সাধের মরুউদ্যান বানিয়েছিলে
আজ হঠাৎ ওয়েসিস ...অজান্তে ।
তুমি ভেঙে গিয়ে ভগবানকে প্রশ্ন করছো
কেন হলো এরকম ?
আসলে যে সব প্রাকিতিক নিয়ম
নিঁখুদ দ্বীঘাত সমীকরণের সমাধান
যা হবার তা হবেই
হয়তো একটা গল্প থাকবে
একটা বেসুরা গান ....ছন্দহীন ।
ঠিক তখনি বৃষ্টি চাই বলে
চেচিয়ে উঠবে তোমার চাতকি মন
একটু বৃষ্টি ভেজা মাটির গন্ধ
একটা বৃষ্টি ভেজা সকাল
তুমি হাল না ছেড়ে অপেক্ষা করো
ঠিক মেঘ জমবে ..ঠিক বৃষ্টি হবে
সবুজে ভরে যাবেই তোমার পর্ণমোচী অরন্য ।।

কোন মন্তব্য নেই: