এই ব্লগটি সন্ধান করুন

অপরুপা তুমি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অপরুপা তুমি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৭ জুন, ২০১৯

খোঁজ



পৃথিবীর বুকে হেঁটে হয়রান হয়েছি শেষবারের মত

তবুও রোজ হেঁটে চলছি বেশ ।

তোমাকে না লেখা চিঠি গুলো আজ
পৌঁছায় অন্য কারো কাছে, ভাগ হয়ে গেছে দেশ ।।

ক্লান্তিহীন দুচোখে মন খারাপির বিজ্ঞাপন
    ভেঁজা ইস্তিহারে কম দামে বিক্রি গেছে ।

রাতের আদর মেখে গায়ে ,কল্পনায় আঁকা প্রেমে

বিচ্ছেদে আমি চুমুর ক্ষত আঁকি ,দূরত্ব মাপে
      "ভুলে গেছো কি ?"

অজুহাতে চেনা পাড়া সরে গেছে দূরে ।

ভাত বেড়ে দিও পরঃজন্মে তুমি
       সংসারী হতে পারি যদি আমি ,তারপরে ...।।

মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

আরো একবার চাই তোমায়



##
একটা গুমোট গরমে বিকেল বেলা
বৃষ্টিহীন আকাশে সৌর ঝড়
সে আপন ,নাকি অনেকটা পর ?
আমি শুকিয়ে যাওয়া দূর্বা ঘাস হই ,তোমার অবহেলা ॥

##
ওই দেখো কালবৈশাখী বইবে বুঝি আজ
কৃষ্ণ চূড়া ঝরে পড়ে জল জমানো রাস্তায়
পা টিপে টিপে চলি তাই ,যদি সে আবার হারায় ,
ও গো সন্ধ্যে নেমে এলো যে ,তবুও তুমি ফিরতে নারাজ ॥

##
বেস ক্যাম্প পেরিয়ে ,ধান জমির আলের রাস্তা শুরু হল বুঝি আবার
ওখানে মৃত সৈনিকের রক্ত মাখা চাঁদ ,আর কালো পতাকা হাতে মোমবাতি  মিছিল ,
আমার আলমারী ঘেটে দেখো ,তোমার স্পর্শ ছাড়া " নিল "
কি গো চুপ কেন ? আমি স্বপ্নের কলিজা হাতে ,পেরোই ভুলের কাঁটা তার ॥

সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

জানি একদি

আমার প্রথম কাব্যগ্রন্থ থেকে (সরি প্রকাশিত হয়নি ক্যাবগ্রন্থটি )

জানি একদিন
************

প্লাবনময়ী জোয়ারের মতো এসেছিলো
একদিন আনন্দের বন্যা
ভরে গিয়েছিলো হৃদয়
আকাঙ্খিত মন পেয়েছিল জীবন
হারানো সব কিছুকে ফিরে পাবার
বাসনায় ভরে গিয়েছিল বুক
আকাশের ঘন কালো মেঘ সরিয়ে
উঁকিও মেরেছিল -সবিতা
কিন্তু হটাৎ একটা আবছায়া
একটা সাইক্লোন ....একটা বিপর্যয়
ভেঙ্গে দিল বাস্তবতায় মিশে যাওয়া
অবাস্তব ভাবনা গুলি
"কিভাবে দুরীভূত হবে অন্ধকার ?"
প্রশ্নের উত্তর যে মরীচিকা
ভাবনার স্বপ্নে বসবাসকারী
ভাইরাসের হটাৎ বংশ বৃদ্ধি
এভাবেই ভেঙ্গে যাবে আসা ভালোবাসার
স্থাপত্য গুলি ...চুরমার হয়ে যাবে
ভবিত্য মনের কল্পনাতীত সৌধ
একদিন সঙ্গভ্রষ্ট হয়ে রইবে
পরে সেই ক্ষুদ্র কীট
আবর্জনায় মিশে যাবে স্বপ্ন .....

      অচেনা পথিক
01/09/10
"অপরূপা তুমি " থেকে গৃহীত

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯

তবুও যেতে যে হয় :জ্যোতির্ময়

তবুও যেতে যে হয়
****************

অনেক ঝড় তুফানকে পেরিয়ে
অনেক বাঁধা বিঘ্নতাকে  এড়িয়ে
যেতে যে হয় ....ভবিষৎ এর দিকে l
সব সময় সমান সুখ থাকেনা
অনেক সময় হাসির মাঝেও
যেন প্রায় লেগে থাকে কান্না l
কখনো এ জীবনের হয় জয়
কখনো বা পরাজয়
জীবন শুধু অগ্রগামী
কখনো তা পিছায় না l
কখনো বা আসে হৃদয় ভাঙ্গা ঝড়
হয়তো অনেক আপন তোমার
হয়ে যাবে পর
তবুও ভেঙ্গে পড়বে না
 ডুববেনা কখনো বেদনা ভরা সমুদ্রে
হাজার আসুক না কেন বাঁধা বিঘ্নতা
যদি কখনো বা দুচোখে বৃষ্টি নামে
কোনো বর্ষায় যদি বর্ষণ না থামে
যদি ব্যথাও পায় তোমার হৃদয়
তবুও ঝড় তুফান কে পেরিয়ে
সব কিছু ছাড়িয়ে
যেন বহু দূর যেতে যে হয় ........l l

           
                 অচেনা পথিক
                 02/02/10
"অপরূপা তুমি" থেকে গৃহীত
আমার প্রথম কাব্য গ্রন্থ

শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮

অনেক দিন পর ফের

অনেকদিন পর লিখছি তোমায়
 নীলচে খাম সমান্তরাল রেখায়
 অন্য নামের চিরকূটময় ছোঁয়া ।।

বেশ ছিল ,পাঁচ সিকের গল্পগুলো।
তারপর অনাদরে ঘাস হয়েছিল পশ্চিমী মাঠ,
দু একটা দূর্বায় সুযোগ সন্ধানী ফড়িং ।।

বেলা শেষের গান তখন রেডিওতে,
ছুঁয়ে ছুঁয়ে দেখা লোমকূপ
চুমুতে শিহরণ ,ধোঁয়াশা এক বিকেলে
ঝালমুড়ির মত ফুরিয়ে যাওয়া রাত্রি।।

হ্যাঁ আবার লিখছি তোমায়
 আমার পশ্চিমী মাঠের বুকে সবুজ ঘাসে
প্রথম ভালবাসার গোলাপ ছুঁই
আগুনে সেঁকে নেওয়া হাত পা ।

©জ্যোতির্ময় রায়

বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮

একটু শুধু অপেক্ষা করো




যাচ্ছে দিন ,বয়ে যাচ্ছে সময়
হারিয়ে যাচ্ছে একে একে সব
গোলমেলে এই হিসেবের দুনিয়ায়
বদলে গেছে ধারাপাত ।
চোখে যা দেখছি,দেখে যে ধারনাটা মনে জন্মাচ্ছে
এক নিমেশেই কেমন বদলে যায়
যখন উল্টো পথে ...অন্য কোনো গান
তোমারই কোনো প্রিয়জন গায় ।।

স্বপ্ন দেখা ...একপা দুপা  করে তার পিছুপিছু
ছুটে চলা ...হাতের নাগালে এসে
যদি হঠাত্ ভেঙ্গে যায়
চেনা পথ ...তখন যেন হঠাত্ হারায়
           তোমার স্বপ্নের হারানোর ঠিকানায়।
অশ্রু হয় বাস্পীভূত ....জমে মেঘ
তোমার আকাশের বুকে
যদি গল্পটা শেষ হওয়ার আগেই
কথা গুলো হঠাত্ হারিয়ে যায়।

তবুও পথ  চলা ...মেঘের মলাট
সরিয়ে ঠিক জানি উঠবে সবিতা
হয়তো ছন্দ থাকবে না
তবুও ঠিক তোমায় নিয়ে লেখা হবে
অন্য কোনো কবিতা
বৃষ্টি ঠিক হবে ...ফের মাথা নাড়াবে
তোমার মনের ধান-দূর্বারা আবার
শুধু তুমি অপেক্ষা করো একটু ।।

তোমায় নিয়ে


মেঘ জমতে থাকে আস্তে আস্তে
জমানো অশ্রু হয়ে ছিল বাষ্পীভূত একদিন ।
তুমি চাঁদ হয়ে তাকাতে চীনের প্রাচীর
আমি দূর থেকে দেখতাম ....আজো তাকাই
একই ভাবে .....মেঘলা আকাশ
বর্ষা আসবে ...ভিজাবে আমায়
খেজুর পাতা বাতাসে যখন মাথা নাড়ায়
 শিরশির করে উঠে শরীর ...
ঠিক তেমনি বৃষ্টি ভেজায় .....আমার মরূভূমি ।।
জানো মাঝে মাঝে খুব ভাবতে ভালো লাগে
তোমায় নিয়ে ....একটা রূপকথার দেশে
হাতে হাত রেখে ,কাঁধে কাঁধ মিলিয়ে
পেরিয়ে যেতে নকশী কাঁথার মাঠ
মেঘের শব্দে ঘুম ভাঙ্গে ...
 বাস্তবটা হয় পরিষ্কার ...তারপর
 দু একটা শব্দ বেরিয়ে আসে হৃদয়ের
অন্তঃপ্রকষ্ঠো থেকে ...
আর কবিতা হয়ে যাও তুমি ।।
 আজ ....আমি ভবঘুরে প্রেম খুজি
 ক্যাকটাশ অরন্যের মরুউদ্যান ।
জানালায় চোখ রাখি ..
কাঁচের গা বেয়ে বৃষ্টির জল ছুঁয়ে ছুঁয়ে
পড়ে আমার গভীরে ।
একটা ছবি এঁকেছি জানো 
আকাশে ...ওই নীলে ,মেঘ দিয়েছি নাম
তোমার ছোঁয়ায় ওগো জানো পায়
 আমার মনের শুষ্ক দূর্বাঘাস যে প্রাণ।।
তোমায় নিয়ে তাই লেখি ওগো
 আমার হৃদয়ের কবিতা
আমার হৃদয়ের কলমে যে ওগো তুমিই সবিতা ।।

বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

প্রেমিক হয়েই




#প্রেমিক_হয়েই

আমি ওপথে আর ফিরে তাকাবো না ,
সেই মেঠো পথ ,ঘাস ফুল হয়ে ফুটে থাক
"না হওয়া প্রেমের" মত সে প্রেম।

প্রেমিক ভাবতেই শিউরে ওঠে মন জমি
ভীষণ অপরাধ বোধে ছুঁয়ে দেখা ঠোঁট
কেঁপে কেঁপে বলে উঠে "ভালোবাসি,ভালোবাসি"
           নাহ " ভালোবাসি না ,আমি একটুও
                    ভালোবাসি না"

পালিয়ে যেতে যেতে আরো অনেকটা দূর
মিছিলের ভিড়ে একাকি, গুনে দেখা সময়
  বান্ধবীগাছ এ ছায়া আমার নয় ...

অর্থহীন মোমবাতিরা জ্বলতে থাকুক
              সে সমদ্দুর ...

©জ্যোতির্ময়

রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

স্বীকারোক্তি



ফের হয়তো রোদ ভিজে নেবে।ঘাম-গন্ধী।ট্রিগার
বৃষ্টি চুপ চাপ ছুঁয়ে যায় শরীর তার
              বিদেশি বাতাস।অভিমানে

হ্যাঁ ,রোজ ভালোবেসে ফেলি কাউকে না কাউকে
রোজ ঠোঁট ছুঁয়ে দেওয়ার আস্পর্ধা।আঙ্গুল নেড়ে
               প্রেম-গেম অভিযানের ।

অথচ ,বিকল্প খুঁজতে খুঁজতে সহজেই চোখ পড়ে যায় চোখে ....
     মন্দবাসা হোক তবে।না বলাই থাক সে কথা।
             তোমাকেই হয়তো দিয়েছি এখনো রেখে

"নেওনে বান্ধি কেসি ডোর রে ,
                মুন্সিব হি মেরা, মেরা চোর রে
          দিল পে চলে না কৈয়ে জোর রে
খিচা চলা জায়ে তেরি ওর রে "

©জ্যোতির্ময়

বুধবার, ১০ অক্টোবর, ২০১৮

সহজ পাঠের গল্পগুলো




কিছু রোদ্দুর ছড়িয়ে দেওয়া আজও ধানজমির আলে ।
ক্লান্তিহীন চোখে সবুজ স্বপ্ন ।ঠিক যেমন রোজ বিকেলে
বৌ-চি বা গোল্লাছুট ।তখন হঠাৎ তুমি হতে রাষ্ট্রদূত
খবর নিয়ে খবর করা । পানাপুকুরে স্নান করেছি আজও মায়ের কাছে তোর জন্যই পড়ছিলাম ধরা ।।

অ,আ ,ক,খ এর মত আজও শব্দ রাখি খুঁজে ।
স্লেট ভেঙেছে বলে ,স্কুল ছুটি তখন। সব দোষ
ছিল আমারই ,তুই নিতিস সয়ে সব মুখ বুজে ।।

আজও শিমুলডাঙ্গার বাঁশ বাগানে হয়তো রাত্রি ভরা জোনাকি।
আমি তো হারিয়ে গেছি,সেই ছোট্টবেলায় । হয়তো খুঁজেছিলি তুইও
ডাইরীর পাতার ফাঁকে ফাঁকে,আমি আজকাল তাই গল্প খুঁজে
তোর  থাকি ।।

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

মন খারাপের বিজ্ঞাপনে

অনেকদিন পর আমার প্রথম প্রেম ,প্রথম ক্যাবগ্রন্থের
পরিমার্জিত রূপে ...হারিয়ে যাওয়া ডাইরির উদ্ধারের চেষ্টায় ... আস্তে আস্তে ফিরে আসছে অনেক কথা

#অপরুপা_তুমি (৪৫)

#মন_খারাপের_বিজ্ঞাপনে

©জ্যোতির্ময় রায়

আজও মাঝে মাঝে তোমার সেই
বাঁকা চোখে তাকানো গুলো মানচিত্র হয়ে
আমার আফ্রিকায় নীলনদ আঁকে  ।
ছেলেবেলার দিনগুলি পিরামিড হয়ে
আকাশে রামধনু মাখে ফের ,বৃষ্টি
ছুঁয়ে জেগে উঠে সুপ্ত শুকনো গোলাপ ।।

দেশ ভাগ হয়ে গেছে কবে ...,
কাঁটাতারের বেড়া  ডিঙালেই বুলেট ।
আলাদা আলাদা আকাশ ,আলাদা ভূখণ্ড
"চাঁদ কি উঠে ওই শুকতারার পাশে আজও ?"
মন খারাপের বিজ্ঞাপনে মাঝে মাঝে এখনো
তোমার দুষ্টু মুচকি হাসি গুলো দেওয়াল লিখন ।
 তারপর মরূদ্যানে  ক্যাকটাস ফুল ফোটে কিছু ।।

অপরূপা তুমি







#নয়_বছর অতিক্রম করার পর

#অপরুপা_তুমি

আমার প্রথম কাব্য গ্রন্থে একটু হেটে গেলাম দেশ ভাগের পর ....

#ঠিক ছিল পালিয়ে যাবো ,অন্য কোনো দেশ ,শহরের আলোয় স্নান সেরে নেবে মনখারাপির ছেলেবেলা ।

#বেপরোয়া কোনো মিছিলে মোমবাতি হয়ে জ্বলবে "ভুলে যাবো"র ভীষণ কোনো প্রতিজ্ঞা।

#শেষমেস বিকেলের অভ্যাসে চা সিগারেট কিনবে আস্তিন ,ভীষণ কাপুরুষত্ব জাকিয়ে বসবে হিসাব খাতার অঙ্কে ।

#পৃথিবী মানচিত্র কামড়ে দিয়ে আমি চিৎকার করে বলবো ফের " ভালোবাসি ,ভীষণ ভালোবাসি  "
উত্তরে থাকবে ঘৃণা ,আমি পালিয়ে যাবো ফের
          সান্তনা পুরস্কার হবে ' ভালো আছি" বেশ ভালো আছি অন্য কোনো প্রেমিকার ঠোঁট ছুঁয়ে" ।

বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

তবুও তোকেই ভালোবাসি




আমি এক ক্লান্ত তৃষ্ণার্ত পথিক
স্বপ্ন আমার দেশ
গল্প আমার কথা
কবিতা আমার হৃদয়ের ভাষা
আমি জাহাজ মাস্তুল চালাই
বাতাসে মিশে যায় নীল রং l
চশমার আড়ালে রঙ্গিন পৃথিবীতে
সাদা বকের উড়ে যায় কালো মেঘে
প্রজাপতি মন এ ফুল থেকে
অন্য ফুলে পদার্পন ....
চেনা সুর অচেনা হয় ধীরে ধীরে
হারিয়ে যায় না ...মুছে ফেলি
জঞ্জাল জমতে থাকা মনে
দায়বদ্ধতা তো অনেক আছে
ছোট্ট দুটি বোন আছে যে
চকলেট তারাও চায় l
গল্প এখনেই শেষ নয়
স্বপ্নও আছে চাঁদ কে পাবার
তবুও মনের জানলায় স্মৃতিরা
পুরনো বাস্তবতার কড়ি নাড়ে
শীতল বাতাস বয়
ঝড়ও তুলে মাঝে মাঝে সারা শরীরে
শিরায় শিরায় সুনামী হয়
হৃদয়ে সাইক্লোন বয় তখন
সব কল্পনার অবসান
"শূণ্য "আলো আঁধারে প্রতিবিম্ব
ভাসে আয়নায় তোর
তোর সেই অভিমান ভরা নিস্তব্ধতা l l