এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

আরো একবার চাই তোমায়



##
একটা গুমোট গরমে বিকেল বেলা
বৃষ্টিহীন আকাশে সৌর ঝড়
সে আপন ,নাকি অনেকটা পর ?
আমি শুকিয়ে যাওয়া দূর্বা ঘাস হই ,তোমার অবহেলা ॥

##
ওই দেখো কালবৈশাখী বইবে বুঝি আজ
কৃষ্ণ চূড়া ঝরে পড়ে জল জমানো রাস্তায়
পা টিপে টিপে চলি তাই ,যদি সে আবার হারায় ,
ও গো সন্ধ্যে নেমে এলো যে ,তবুও তুমি ফিরতে নারাজ ॥

##
বেস ক্যাম্প পেরিয়ে ,ধান জমির আলের রাস্তা শুরু হল বুঝি আবার
ওখানে মৃত সৈনিকের রক্ত মাখা চাঁদ ,আর কালো পতাকা হাতে মোমবাতি  মিছিল ,
আমার আলমারী ঘেটে দেখো ,তোমার স্পর্শ ছাড়া " নিল "
কি গো চুপ কেন ? আমি স্বপ্নের কলিজা হাতে ,পেরোই ভুলের কাঁটা তার ॥

কোন মন্তব্য নেই: