এই ব্লগটি সন্ধান করুন

বান্ধবী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বান্ধবী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯

বান্ধবী :জ্যোতির্ময়





"ঘুরে হয়রান আমিও ঘুরছি বেশ
   ঘুরে ঘুরে হয়তো হয়ে যাবো নিরুদ্দেশ...,যদি দেখা হয়।।"

নাঃ আজ গান থাক। অন্য কোনোদিন লিখবো ফের...
আজ যে কথা গুলো তোমায় বলবো বলে এলাম। সেই কথা গুলো না হয় বলি ।
আমি জানি যে কথা গুলো আজ বলবো ,তা শুনে নেওয়ার পর ,হয়তো তুমিও ভুল বুঝবে ,তুমিও ভুলে যাবে তারপর ।ঘৃণা দেবে একবুক,আমি সেই ঘৃণার আদরে আরো কয়েকটা আঁচড় কেটে দেবো বুকে "ভালোবাসি ,মিথ্যে না,
বিষ সে চোখে ,আমি নামের ঘৃণা"

"তবে চলে যেতে চাইলে বলে যেও
ভুলে যাওয়া যার বাজে স্বভাব,
            কষ্ট টুকুও পাবে না সে'ত"

হ্যাঁ !তোমাকে ভালোবাসার আগেও  আমি প্রথম চুমু এঁকেছি কারো কপালে,কারো চোখে স্বপ্ন এনে দিতে ,সস্তায় বিকিয়েছি দিনকাবাড়ি।আজকে যেমন রোজ রোজ তুমিও অভ্যেসে মিশে ,কেউ ছিল ঠিক তোমার আগেও ,
শুধু বদলে ফেলা আমার রিংটোন,
চলে যায় আসলে সবাই,আমার মিথ্যে বলি প্রিয়জন"

তবুও ভীষণ অপরাধ বোধে ,তোমায় বলি "ভালোবাসি".

ভীষণ সংশয় নিয়ে ,রোজ যুদ্ধ হয় আমার ভিতর।তুমি ঘুমিয়ে পড়লে আমি তারা গুনে রাখি ,
মিথ্যে বলা আমার "এইবার চলো ঘুমাবো"
তাই আজ বলতে এলাম ।

আমি জানি আমি প্রেমিক নই একদমই,প্রেমিক হতে গেলে যে আবেগ লাগে ,সে আবেগ বিক্রি গেছে কোনো না কোনো  ম্যাগাজিনে ,বিজ্ঞাপনে..।

আমি শুধুই রোদ কুড়িয়ে রাখি ,শীতে,পুড়ে যাবে যতক্ষন ,ছাই ,হয়ে যাওয়া সিগারেট ..এস্ট্রেটা বলে উঠবে "এই ছাই রঙে ,"তোমাকে চাই" ,পারবে আঙ্গুল ছুঁয়ে দিতে ?

কত চোখ এঁকেছি তার শেষ নেই ,কত চোখে চোখ রেখে বলেছি ,"এইতো বুঝি প্রেম?"

প্রথম যাকে ভালোবেসেছিলাম ,তার ছবি আজ মনে করতে চাইলেও মনে পড়ে না ,আর প্রথম চুমু যার কপালে খেয়েছি...তার কি ছিল নাম ? সবই ধুলো ,কাদা মাটি ।কে প্রথম হাত ধরে বলেছিল
"খুব ভালো বাসী" জানি না ...
আসলে ভুলে যাওয়াটা আমার ভীষণ বাজে স্বভাব।

তুমি তো জানো আমি অতীতকে বিশ্বাস করি না, আমার কাছে এই এই মুহূর্তে বাঁচাটাই আসল।

এতো পাপ বুকে নিয়ে ফের তুই ছুঁয়ে দিলি হাত...

আসলে জানো তুমি আমার প্রেমিকা নও..
"যে চোখ আঁকবো বলে আজও বসে আছি ঠায়
একটা কবিতা লিখবো বলে হায়ারোগ্লিফিক,লিখছি খাতায়"
সেটা হয়তো তুমি...
যাকে ঈশ্বর ভেবে রোজ  খুঁজে যায়
অফিস ফেরত চোখ...
যাকে আঁকলে মনে হয় ,আমিই তিতুমীর,মিছিলে বিক্ষোপ।

সত্যি কি তুমি ? বলো।

হয়তো বলবে মিথ্যে ...
কিংবা দেবে ঘৃণা
ভালোবাসি ,এ মিথ্যে নয় ,
বেস্ট ফ্রেন্ড তুমি,তাই না বলে এসব কথা
       থাকতে পারছি না "

এসব শোনার পরও যদি বলো "ভালোবাসি" ,তবুও আঙ্গুল ধরে রাখা যায়,
শেষ প্রেম হবে ,নাহয়,প্রথমকে কে মনে রাখে বলো
মৃত্যুকে ডাকবো তবে ,তোমার কোলে
           হাত বুলিয়ে দিও মাথায়,
             ঘুমাবো...।।"

তুমি তো জানো ,আজ এই রোজের অফিস ফেরত চোখের ক্লান্তিগুলো ,কিভাবে চোখ মুছে নেয় বারবার।রুমাল ভেবে ,মন খারাপি ভিজিয়ে রাখে বরফ গলা জলে ,"

মেঘ আসে ,ভেজায় ,পাথর হয়ে উঠে তারপর।

প্রতিটি আঘাত তাই আমাকে গুটিয়ে ফেলতে পারে না ,আমি এগিয়ে যাই আরো।
প্রতিটি ঘৃণা তাই ভীষন প্রিয় ,
রক্তমাংসের এ মানুষটাকে  তবুও যদি ভালোবাসো
সে ব্রেক আপই এতটা সাফল্যে এগোয় ,সে কোথায় যাবে ?

তাই আবারও বলছি ,আমি তোমায় ভালোবাসি কিনা সেটা তুমি জানো ,যেমনটা জানি আমি ,

মৃত্যুকে দিলাম কথা ,হাত রেখো,আমি এমনি সংসারী হবো নীরবে ?
আমি না হয় নাই প্রেমিক হলাম ,তুমি আমার শেষ প্রেম হবে ?? 


#বান্ধবী

বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

বান্ধবী মন


রাতের শরীরে এখন রূপকথা চাঁদের আলো,
জলছবির মতো ,চোখের পলকে ,মন ছুঁয়ে দিল ।।

ছলচাতুরির কোনো ব্যস্ত বিকেল,চা'এ ,
ভাঙা তার হৃদয়,একটু মলম পুরোনো ঘাঁয়ে ।।

ঠিক তেমনি আমার এখন ভীষণ কোনো জ্বর ।
ফসফরাসে পথ মেপেছে ,"আপন নাকি পর?" ।।

মনখারাপি বিকেলে,ঝালমুড়িতে কাটুক তবে,
এমনি করেই,"বান্ধবী মন তোমায় দিলাম"রেখো পারলে নীরবে ।।

শুক্রবার, ৩ মে, ২০১৯

দেখা


ব্যস্ত সময় ঘুম কেড়েছে ,আচ্ছে দিনের স্বপ্ন বাড়ি ।
সকাল বেলায় ঘুমিয়ে পড়ে চোখ।চার্দেয়ালের ঝুলছে ঘড়ি ।।

ভীষণ রোদে মন পুড়েছে,ফোস্কা হাতে গল্প বুনি ,
রিংটোনরা হারিয়ে গেছে।কলিং বেলে ফিরতি পথের গান শুনি ।।

চুমুর বড়ি আর লাগে না,ঠোঁটে মাঝে কথার লুকোচুরি।
গানের ভাষা কে বদলেছে?মেঘের ভেলায় উড়ছে ঘুড়ি ।।

ঠিক তখনই সন্ধ্যা হবে ,স্লোগান কোনো ভালোবাসা।
ভুল করবে যেনেও ,সে পথে তার নিত্য যাওয়া আসা ।।