রাতের শরীরে এখন রূপকথা চাঁদের আলো,
জলছবির মতো ,চোখের পলকে ,মন ছুঁয়ে দিল ।।
ছলচাতুরির কোনো ব্যস্ত বিকেল,চা'এ ,
ভাঙা তার হৃদয়,একটু মলম পুরোনো ঘাঁয়ে ।।
ঠিক তেমনি আমার এখন ভীষণ কোনো জ্বর ।
ফসফরাসে পথ মেপেছে ,"আপন নাকি পর?" ।।
মনখারাপি বিকেলে,ঝালমুড়িতে কাটুক তবে,
এমনি করেই,"বান্ধবী মন তোমায় দিলাম"রেখো পারলে নীরবে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন