ফের হয়তো রোদ ভিজে নেবে।ঘাম-গন্ধী।ট্রিগার
বৃষ্টি চুপ চাপ ছুঁয়ে যায় শরীর তার
বিদেশি বাতাস।অভিমানে
হ্যাঁ ,রোজ ভালোবেসে ফেলি কাউকে না কাউকে
রোজ ঠোঁট ছুঁয়ে দেওয়ার আস্পর্ধা।আঙ্গুল নেড়ে
প্রেম-গেম অভিযানের ।
অথচ ,বিকল্প খুঁজতে খুঁজতে সহজেই চোখ পড়ে যায় চোখে ....
মন্দবাসা হোক তবে।না বলাই থাক সে কথা।
তোমাকেই হয়তো দিয়েছি এখনো রেখে
"নেওনে বান্ধি কেসি ডোর রে ,
মুন্সিব হি মেরা, মেরা চোর রে
দিল পে চলে না কৈয়ে জোর রে
খিচা চলা জায়ে তেরি ওর রে "
©জ্যোতির্ময়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন