এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

মন খারাপের বিজ্ঞাপনে

অনেকদিন পর আমার প্রথম প্রেম ,প্রথম ক্যাবগ্রন্থের
পরিমার্জিত রূপে ...হারিয়ে যাওয়া ডাইরির উদ্ধারের চেষ্টায় ... আস্তে আস্তে ফিরে আসছে অনেক কথা

#অপরুপা_তুমি (৪৫)

#মন_খারাপের_বিজ্ঞাপনে

©জ্যোতির্ময় রায়

আজও মাঝে মাঝে তোমার সেই
বাঁকা চোখে তাকানো গুলো মানচিত্র হয়ে
আমার আফ্রিকায় নীলনদ আঁকে  ।
ছেলেবেলার দিনগুলি পিরামিড হয়ে
আকাশে রামধনু মাখে ফের ,বৃষ্টি
ছুঁয়ে জেগে উঠে সুপ্ত শুকনো গোলাপ ।।

দেশ ভাগ হয়ে গেছে কবে ...,
কাঁটাতারের বেড়া  ডিঙালেই বুলেট ।
আলাদা আলাদা আকাশ ,আলাদা ভূখণ্ড
"চাঁদ কি উঠে ওই শুকতারার পাশে আজও ?"
মন খারাপের বিজ্ঞাপনে মাঝে মাঝে এখনো
তোমার দুষ্টু মুচকি হাসি গুলো দেওয়াল লিখন ।
 তারপর মরূদ্যানে  ক্যাকটাস ফুল ফোটে কিছু ।।

কোন মন্তব্য নেই: