#নয়_বছর অতিক্রম করার পর
#অপরুপা_তুমি
আমার প্রথম কাব্য গ্রন্থে একটু হেটে গেলাম দেশ ভাগের পর ....
#ঠিক ছিল পালিয়ে যাবো ,অন্য কোনো দেশ ,শহরের আলোয় স্নান সেরে নেবে মনখারাপির ছেলেবেলা ।
#বেপরোয়া কোনো মিছিলে মোমবাতি হয়ে জ্বলবে "ভুলে যাবো"র ভীষণ কোনো প্রতিজ্ঞা।
#শেষমেস বিকেলের অভ্যাসে চা সিগারেট কিনবে আস্তিন ,ভীষণ কাপুরুষত্ব জাকিয়ে বসবে হিসাব খাতার অঙ্কে ।
#পৃথিবী মানচিত্র কামড়ে দিয়ে আমি চিৎকার করে বলবো ফের " ভালোবাসি ,ভীষণ ভালোবাসি "
উত্তরে থাকবে ঘৃণা ,আমি পালিয়ে যাবো ফের
সান্তনা পুরস্কার হবে ' ভালো আছি" বেশ ভালো আছি অন্য কোনো প্রেমিকার ঠোঁট ছুঁয়ে" ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন