আমার প্রথম কাব্যগ্রন্থ থেকে (সরি প্রকাশিত হয়নি ক্যাবগ্রন্থটি )
জানি একদিন
************
প্লাবনময়ী জোয়ারের মতো এসেছিলো
একদিন আনন্দের বন্যা
ভরে গিয়েছিলো হৃদয়
আকাঙ্খিত মন পেয়েছিল জীবন
হারানো সব কিছুকে ফিরে পাবার
বাসনায় ভরে গিয়েছিল বুক
আকাশের ঘন কালো মেঘ সরিয়ে
উঁকিও মেরেছিল -সবিতা
কিন্তু হটাৎ একটা আবছায়া
একটা সাইক্লোন ....একটা বিপর্যয়
ভেঙ্গে দিল বাস্তবতায় মিশে যাওয়া
অবাস্তব ভাবনা গুলি
"কিভাবে দুরীভূত হবে অন্ধকার ?"
প্রশ্নের উত্তর যে মরীচিকা
ভাবনার স্বপ্নে বসবাসকারী
ভাইরাসের হটাৎ বংশ বৃদ্ধি
এভাবেই ভেঙ্গে যাবে আসা ভালোবাসার
স্থাপত্য গুলি ...চুরমার হয়ে যাবে
ভবিত্য মনের কল্পনাতীত সৌধ
একদিন সঙ্গভ্রষ্ট হয়ে রইবে
পরে সেই ক্ষুদ্র কীট
আবর্জনায় মিশে যাবে স্বপ্ন .....
অচেনা পথিক
01/09/10
"অপরূপা তুমি " থেকে গৃহীত
জানি একদিন
************
প্লাবনময়ী জোয়ারের মতো এসেছিলো
একদিন আনন্দের বন্যা
ভরে গিয়েছিলো হৃদয়
আকাঙ্খিত মন পেয়েছিল জীবন
হারানো সব কিছুকে ফিরে পাবার
বাসনায় ভরে গিয়েছিল বুক
আকাশের ঘন কালো মেঘ সরিয়ে
উঁকিও মেরেছিল -সবিতা
কিন্তু হটাৎ একটা আবছায়া
একটা সাইক্লোন ....একটা বিপর্যয়
ভেঙ্গে দিল বাস্তবতায় মিশে যাওয়া
অবাস্তব ভাবনা গুলি
"কিভাবে দুরীভূত হবে অন্ধকার ?"
প্রশ্নের উত্তর যে মরীচিকা
ভাবনার স্বপ্নে বসবাসকারী
ভাইরাসের হটাৎ বংশ বৃদ্ধি
এভাবেই ভেঙ্গে যাবে আসা ভালোবাসার
স্থাপত্য গুলি ...চুরমার হয়ে যাবে
ভবিত্য মনের কল্পনাতীত সৌধ
একদিন সঙ্গভ্রষ্ট হয়ে রইবে
পরে সেই ক্ষুদ্র কীট
আবর্জনায় মিশে যাবে স্বপ্ন .....
অচেনা পথিক
01/09/10
"অপরূপা তুমি " থেকে গৃহীত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন