******
শুষ্ক নদীর চর ....শূন্যতায় ভরা
.......অন্ধকূপ l
বালুকারাশিতে গোপনে ছবি
আঁকি ....স্মৃতির পাতায়
ঢেউ এসে মুছে দিয়ে যায় প্রতিদিন
চোরা বালিতে হারিয়ে যায়
অতীত একে একে l
তাল পাতার বাঁশি বানিয়ে সেই শৈশবে
ভাঙ্গা গলায় গান
আজও ভেসে আসে
পোড়া ইটের মতো ক্ষুদার রাজ্যে
এক মুঠো খুদে চাল ভাজা ...একবেলা l
ডিমলাইটের আলোয় রাত কাটে
ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন l
"আমি বাঁচতে চাই " ডানা কাটা
পাখির শেষ চিৎকার
মরীচিকার পিছু পিছু ছুটে চলা
"ফিরে পাবো বলে তোমায় "
কল্পনা প্রবণ বাস্তবতার ঘুণ ধরা
অভিনয় ....গল্পে বর্তমান যে l
তবুও ডুবে যায় না মনের টাইটানিক
সামনে আরও সামনে ....মৃত্যুতে পদক্ষেপ ...
অন্ধকার ঘরে প্রদীপের
আলোক জ্যোতি বিদ্যমান l
অচেনা পথিক
( জ্যোতির্ময় )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন