এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

এরপর আমি :জ্যোতির্ময়

এরপর আমি মেঘ ছুঁয়ে থাকবো ফের ।
তোর চোখের রোদ্দুরে ফিরতে সেদিন বারণ
ভুল করে ঢোকা আমি শঙ্খচিল,মুসাফির
জোছনায় স্নান করবে রাত,আবেশিত মন ।।
 দিগন্ত রাঙা হবে তোর হাসি হাসি আলপনায় ।।

এভাবেই ভালোবেসো তবে খেলার ছলে ,
অভিমানে বানাবো পাহাড় ,ঠোঁট ছুঁই ঠোঁটে
করিডোরে বেপরোয়া স্রোত ভিজবে তিল ,হাঁটুজলে।
আস্পর্ধারা উস্কানি দেবে রাত ,শরীর? নাকি কিছু না বলা কথা যেতে যেতে ?
তবুও নষ্ট হবার ভয় ,আমি নষ্ট হবো তবে আর একটু ,ভালোবাসায় !


কোন মন্তব্য নেই: