মিশে গেছো
***********
ঘড়ির কাটার টিকটিক শব্দে
চলতি পথে .....ভিড় রোজকার
লোকাল ট্রেনের এক ইঞ্চি যায়গার
জন্য হাতাহাতি ....মেট্রোয় চলমান
জন সূমদ্র ...প্রতিদিনের গল্প
কম্পিটিশনের লড়াই তো
বেঁচে থাকার .....l
নাহ্ গো আমিও আর
নদীর বাঁকে বসি না
আর সবুজ মাঠে আকাশ দেখিনা
পুরোনো অভ্যেস
তবুও ভবিষ্যতে অতীত মিশে যায় l
ল্যবোটরিতে চুপচাপ বসে organic
Reaction করাকে নাহয় বাদ দিলাম
SLOT EXAM তো লেগেই আছে
বিরক্তকর ....একঘেয়েমি জীবন
বদলে গেছে বর্তমান বিবর্তনে l
অন্ধকার তো আছে আর থাকবেই
সারাজীবন ...চলতি পথে
নদী বয়ে যায় যাবেই ....l
সময়ের সাথে সাথে তুমিও
সাময়িক হয়ে গেছো কবে
স্মৃতির পাতায় ...
তাই আজ মিশে গেছো কবিতার ভাষায়
.....অজান্তে l l
অচেনা পথিক
( জ্যোতির্ময় )
***********
ঘড়ির কাটার টিকটিক শব্দে
চলতি পথে .....ভিড় রোজকার
লোকাল ট্রেনের এক ইঞ্চি যায়গার
জন্য হাতাহাতি ....মেট্রোয় চলমান
জন সূমদ্র ...প্রতিদিনের গল্প
কম্পিটিশনের লড়াই তো
বেঁচে থাকার .....l
নাহ্ গো আমিও আর
নদীর বাঁকে বসি না
আর সবুজ মাঠে আকাশ দেখিনা
পুরোনো অভ্যেস
তবুও ভবিষ্যতে অতীত মিশে যায় l
ল্যবোটরিতে চুপচাপ বসে organic
Reaction করাকে নাহয় বাদ দিলাম
SLOT EXAM তো লেগেই আছে
বিরক্তকর ....একঘেয়েমি জীবন
বদলে গেছে বর্তমান বিবর্তনে l
অন্ধকার তো আছে আর থাকবেই
সারাজীবন ...চলতি পথে
নদী বয়ে যায় যাবেই ....l
সময়ের সাথে সাথে তুমিও
সাময়িক হয়ে গেছো কবে
স্মৃতির পাতায় ...
তাই আজ মিশে গেছো কবিতার ভাষায়
.....অজান্তে l l
অচেনা পথিক
( জ্যোতির্ময় )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন