কিছু রোদ্দুর ছড়িয়ে দেওয়া আজও ধানজমির আলে ।
ক্লান্তিহীন চোখে সবুজ স্বপ্ন ।ঠিক যেমন রোজ বিকেলে
বৌ-চি বা গোল্লাছুট ।তখন হঠাৎ তুমি হতে রাষ্ট্রদূত
খবর নিয়ে খবর করা । পানাপুকুরে স্নান করেছি আজও মায়ের কাছে তোর জন্যই পড়ছিলাম ধরা ।।
অ,আ ,ক,খ এর মত আজও শব্দ রাখি খুঁজে ।
স্লেট ভেঙেছে বলে ,স্কুল ছুটি তখন। সব দোষ
ছিল আমারই ,তুই নিতিস সয়ে সব মুখ বুজে ।।
আজও শিমুলডাঙ্গার বাঁশ বাগানে হয়তো রাত্রি ভরা জোনাকি।
আমি তো হারিয়ে গেছি,সেই ছোট্টবেলায় । হয়তো খুঁজেছিলি তুইও
ডাইরীর পাতার ফাঁকে ফাঁকে,আমি আজকাল তাই গল্প খুঁজে
তোর থাকি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন