এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ২৯ মে, ২০১৯

নির্যাতিতা

একটা গল্প ছিল ১২
একটা গল্প ছিল ১২

5/27/2016
8:31 AM

#নির্যাতিতা
************

@জ্যোতির্ময় রায়

ভিজে রাস্তা ...পথটা অন্ধকার
ল্যামপোষ্টের আলো নিভে গেছে
থমথমে চারিদিক ...ঝিঁঝিঁ পোকার ডাক
হঠাৎ .....একটা চিৎকার ..একটা আর্তনাদ
একটা অন্ধকার গলিতে জনা চার পুরুষ
একটা ষোড়শীর উপর পুরুষত্ত পরিচয়
শারীরিক অত্যাচার ....।
বাতাস বইছে জড়ে
মোমবাতিটা নিভে গেছে ঠাকুর ঘরে
হিংস্র হাসির আওয়াজে ভেঙে পড়ছে আকাশ
মল্লিক বাড়ির দারোয়ানটাও দিয়েছে ডুব
নেই ...কেউ নেই জন শূণ্য চারিপাশ
কেউ আসবেও না পাক না কেন সেই নিদারুন আওয়াজ
তিন ঘন্টা হলো আওয়াজ গেছে থেমে
মেঘলা আকাশে ..ঝর শেষে বৃষ্টি এলো নেমে
কাল আসবে পুলিশ আসবে নিউজ চ্যানেল
তুলবে ছবি ,হবে তদন্ত ...
আচড় লাগা দেহটা আবার চিড়বে পোষ্টমেটাম  রুমে
লাশ নিয়ে আবার রাজনৈতিক বাজারে বড় দর  কষাকষি
হবে হরতাল ,মোমবাতি মিছিল
ইস্যুর পর ইস্যু হবে ,মিটিং হবে কত
আগুন দিয়ে পোড়ানো হবে আবার
সেই ছিঁড়ে খাওয়া লাশের চিতা
পরের দিন নিউজ পেপারের হেডলাইন হবে
মল্লিক বাড়ির মেয়েটা নির্যাতিতা ......।

কোন মন্তব্য নেই: