এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৩১ মে, ২০১৯

এক পশলা বৃষ্টি ছুঁয়ে



##
ওই মেঘের চাঁদরে ঘোমটা টানে আজ চাঁদ
আলমারিতে তোমার মনের ম্যাগাজিন সাজানো না হয় থাক ।
ওই বকুল ফুলের জলকাঁদা বিছানায় ,খসে পড়ে গোলাপ
পাল ছেঁড়া নৌকায় না হয় বেনামী চিঠি ভেসে যাচ্ছে দূরে, যাক ॥

##
আমি বৃষ্টি হয়ে ছুঁয়ে দেবো তোমায় ,তোমার শরীর
আমি দূর্বা হয়ে সুড়সুড়ি দেবো আবার ,মারিয়ানা অনেকটা গভীর ।
ঝর্ণা হয়ে ঝরো পারলে আমার বুকে
মিছে অভিমান গুলো আঘাত দেয় বড্ড বেশী ,থেকো রামধনু সুখে ॥

##
 চাওয়া-পাওয়ার হিসাব আমার গ্রাফে দেয় ঋণাত্বক নতি
একটা যন্ত্রণা মাপার যন্ত্র আমার কাছে থাকতো যদি
ঠিক বুঝতে ,থেটিস কেন আজ হিমালয় ?
থাক দূরত্ব না হয় আজ থেকে ,কেন  চশমায় আজও বৃষ্টির দাগ রয় ??


কোন মন্তব্য নেই: