এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

বর্তমানটা অতীত

একটা গল্প ছিল ১৭
একটা গল্প ছিল ১৭

5/30/2016
8:43 AM

#বর্তমানটা_অতীত
*******************

জ্যোতির্ময় রায়

ঘরের দেওয়ালে ঠিক ঠিক শব্দে
রাত হচ্ছে ভোর ...সূর্য্য উঠছে আবার ডুবছে
আর বর্তমানটা হঠাৎ অতীত
সামনে পা বাড়াতেই ভবিষ্যৎটা
হঠাৎ বর্তমানে ....।
চলছে নদীর স্রোতে মৃত স্বপ্নের লাশ
মরচে ধরা স্মৃতির পাতায় ।
হিসাবটা ঠিকঠাকই হচ্ছে ,বানানে ভুল
বর্তমানটা অতীত হলে ,ছিড়ছি মাথার চুল ।
সামনে আবচ্ছা আগমনী...
আলো কিছুটা ,কিছুটা বা অন্ধকার
দিশাহীন পথে ...স্বপ্ন আছে হাজার
ছোট্ট ছোট্ট ভুলে ...মাসুল বর্তমানে
তাই অতীতকে দেখে শুধরে নিয়ে
বর্তমানে চলা এক পা এগিয়ে ...
আর হঠাৎ বর্তমানটা অতীত .....।।

কোন মন্তব্য নেই: