এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ২৯ মে, ২০১৯

কাছে ডেকে নাও

একটা গল্প ছিল ৬
একটা গল্প ছিল ৬

5/29/2016
8:01 AM

#কাছে_ডেকে_নাও
  *****************

জ্যোতির্ময় রায়

একটা অভিমান ,একটা বেসুরো গান
একটা শঙ্খচিল ,একটা ছোট্টো মেঘের
 আড়ালে....উড়ে যেত ঠিকানাহীন পথে
একটা ছিল গল্প ..সে ভালোবাসত
একটা চুম্বনে তার আকর্ষনে হাজার কবিতা ।
গল্প ছিল ঠিক ..গানে কথা ছিল না
মরিচীকা হয়ে স্বপ্নরা করলো ছলনা
ভালোবাসা আজও আছে ...স্বপ্ন কাছে ডাকে
দূরত্বটা বেড়ে গেছে আলোকবর্ষ দূরে
গাইছি গান আজ আমি অন্য সুরে
রং তুলি মন এক শ্রাবন নিয়ে মেঘ
ওগো আঁকতে বাকি আজো তোমার ছবিটা।।

শিশির ভেজা ঘাসে লাফিয়ে চলে ফড়িং
মাঝ রাতে আর বাজে না যে রিং
বদলে গেছে রিংটোন ,ঘুমোচ্ছে আজ মধ্যরাতের ফোন
রাস্তায় ল্যাম্প পোষ্টের আলোয় ঝিমুছে ট্রাফিক
সবকিছু ছিল ..আজ কবিতা ভাষাহীন
ব্যস্ত জীবন ,এক্সামের সিলেবাসটা হিউজ
চারিদিকে কম্পিটিশন ...কোন দিকে যাবো কনফিউজ ।
কিছুটা ব্যর্থতা ,কিছুটা বা অবহেলায়
সব কিছু মিশে যায় সিগারেটের ধোঁয়ায়
তবুও সব কিছুর আড়ালে ..রেখেছি তোমায়
হৃদয়ে যে আগলে প্লিজ হাতটা বাড়িয়ে দাও
বড়ো আশা করে এসেছি গো কাছে ডেকে নাও ........।।

কোন মন্তব্য নেই: