এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ২৯ মে, ২০১৯

এখন আমি


আমার কথা ৭

5/28/2016
11:27 PM

#এখন...আমি
***************

জ্যোতির্ময় রায়

জানালাটা অনেকদিন বন্ধ ছিল
ধূলো জমে গেছে অনেকটা
ভাঙা কাঁচের আঁড়াল দিয়ে
মাঝে মাঝে সূয্যালোকের প্রবেশ
একলা ঘরের অন্ধকার যদি কমে
জমে গেছে জল ...সেই তুষার যুগে
আর গলেনি ..গলাতে কেউ পারেনি
পারবেও না ........।
হিমালয় যে কঠিন পাথরে তৈরী
হাজার নদী ঝড়না হয়ে পরুক না কেন
মরুভুমিতে অতো সহজে যে বৃষ্টি হয় না।
হঠাৎ পথ চলতে চলতে আজ কালাহারির মরু
পথে পদার্পন ..ফিরে তাকাইনি
"প্রয়োজনটা" আজ শেষ
একদিন খুব ছিল ....
গল্পটা যে শেষ হয়ে গেছে ...।
নতুন একটা গান ধরেছি নতুন সুরে
হৃদয়টাকে বদ্ধ করেছি পাথরে ...।

কোন মন্তব্য নেই: