এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯

হলুদ শাড়ির মেয়ে: জ্যোতির্ময়






সে কোন এক শীত সকালে, প্রথম সূর্য ওঠার দিন
ল্যাদ খাওয়া দুপুর তখন ,আঁকছে আস্তিন ।

রোদের মুখে মন পুড়েছে।ক্ষত।বিপ্লবী'র কোনো প্রেমে
বন-পলাশী মন তার।ফিরছে শেষ ট্রেনে ...


কাজল চোখে জল জমানো ছিল।মেঘকে দিয়েছি ধার
মিছিলের ভিড়ে ,একাকী "প্রেমিক না আমি" চিৎকার ।

হঠাৎ কোনো বিপ্লব এসে ,সে পাথর হচ্ছে জল
"হাসি টুকু লেগে থাক পাগলী" ওই টুকুই সম্বল ।


অফিস ফেরত ক্লান্ত সে চোখ ,মুখ খুঁজে যায় চশমা দিয়ে,
"চোখে চোখ পড়তে'ই কাতিল তুমি" হলুদ শাড়ির মেয়ে ..

কোন মন্তব্য নেই: