এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯

শীত এলেই: জ্যোতির্ময়





শীত এলেই ওই শহরের ফাঁকা রাস্তার ল্যাম্পপোস্টটা
একা পাহারাদার ,দোকানে ঝাঁপ নামানো
রাস্তার ওই ঠিকানাহীন মানুষগুলো কাঁপতে থাকে
শীতে ,ওদের দু-মুঠো ভাত জোটে না ,কাপড় পাবে কোথায় ?
কয়েকটা মাতাল আবার তখন অন্য পৃথিবীর লোক ফাঁকা ওই রাস্তায় ।।

##
শীত এলেই ম্যাঁচম্যাঁচে দিনে কম্বলটা সম্বল
কোলবালিশটা জড়িয়ে একটু প্রেমিকার উষ্ণ ছোঁয়া
এক চাদরে ভিক্টোরিয়া কিংবা ইকোপার্কে জমে প্রেম
পুরোনো স্মৃতির হাত ধরে ,রূপকথারদেশে ভেসে যাওয়া ।
শীত এলেই এবার সরস্বতী পুজোয় শাড়ি পড়ে দেখবো তোমায় ।।

##
বাপ্পাদার চায়ের দোকানে জমে ভিড়
হাঁড়কাপানো ঠান্ডায় উত্তপ্ত আলোচনা
জ্বলন্ত সিগারেট হাতে জাহির পান্ডিত্য
রাজনীতি বলো কিংবা ধর্ম দুটোতেই দখল
শীত এলেই স্নান ঠান্ডা জলে স্নান ,
সাহস আছে কি বল ??

কোন মন্তব্য নেই: