এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৩ জুন, ২০১৯

স্বপ্ন সম্ভার(তিন)



               

আয়োনাইজেশন ...আল্ফা ,বিটা ...ফোটোন
প্রোটনের বিস্ফোরণ ।
হাইড্রোজেন বোম ।
বুলেটের আওয়াজ নেই ।
রক্তে কালাহারিতে   সভ্যতা ।
আগ্রাসন ,টেকনোলজি ।ক্ষমতা ।অধিপত্য ।
তোমার আর আমার ধর্ম আলাদা ।
রক্ত লাল তোমার মতো আমারও ।
দল ভারি ,মৃত্যুর চিঠি পৌঁছায় ডাকবাক্সে ।
একটা সভ্যতার ধ্বংস হয় ।নবজাগরণের
সূর্য উঠবে বলে ,যুদ্ধ জাহাজের সাইরেন বাজে ।।
    ঘুম তবুও কারো ভাঙ্গে না ।।

কোন মন্তব্য নেই: