এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২১ জুন, ২০১৯

সাপ লুডো :জ্যোতির্ময়



প্রজাপতি হয়ে গেছে শুঁয়োপোকা মন।ছেলেবেলা ।
ভীষণ প্রিয়ছিল তার,সাপ লুডোর খেলা।

এখন হেঁটে গেছে পথ।ভিনদেশি ছদ্মবেশ ।
হাতছানিতে কপাল ভিজেছে,বৃষ্টি ভেজার রেশ।।

মেঘের আড়ালে লুকিয়ে রাখে,অভিমান,দিয়ে সায়।
বইয়ে পাতায় মুখ লুকিয়ে ,ফিরে যাওয়ার আবাধতায় ।।

আমার শহর তখন রাত জেগে, তারা গুনে রাখে...
সকালবেলার রোদ ভিজে,মন,জানলা হয়ে থাকে ।।

কোন মন্তব্য নেই: