##
একটা তাজমহল গড়ে উঠে ভিতরে ভিতরে
রঙ তুলি আঁকতে থাকে জলছবি ।
নতুন নতুন বন্ধু ,নতুন নতুন অচেনা চেনায়
ভালো লাগে ,লাগতেই পারে ! সবই
তখন ...লাল নীল থেকে সবুজ সিগন্যালে .... ॥
##
প্রেমিকি মন, হালকা ভীতু উত্তেজনা তখন
সিসি টু তে kfc তে বসে "ট্রুথ এণ্ড ডেয়র "
যা হয় হবে ,ট্রুথই বলবো এবার ॥
তার নিরব answer ... ভাবুক মন
প্রতীক্ষায় থাকে তার জন্য অন্তর জালকে ... ॥
##
জ্বলতে থাকে হৃদয় ,সে শুধু বন্ধু হতে চায়
প্রেমিকি মন কি সন্তুষ্ট হয় সে সন্তনায় ?
গোলাপ শুকায় ,বন্ধুই থাক তবে ,প্রিয় বন্ধু কি হবে ?
সব কথা বলা যায় এমন এক বন্ধু সে এখন ,এমনি কি সারাজীবন রবে ?
প্রেম তো রোজ ভাঙে ,বন্ধুত্ব থেকে যায় .... ।।
##
প্রথম কবিতা পাঠক সে আমার ,সব গল্পের মহানায়িকা
কোন কবিতা কেমন হোল ? তাকে নিয়ে লেখা সেরা কোনটা ?
কার সাথে প্রেম করবো,কোন মেয়েটা বেশ মানাবে
"প্রেমিকা রেগে আছে নীরব অভিমানে "
সমস্যার সমাধান, দিশেহারা মন তার কাছেই পায় ... ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন