সারা শহর আজ সেজে উঠেছে আলোয় ।ফুটপাত টু গলিপথ ।ল্যাম্পপোস্টের আলোকে ছাপিয়ে ,লাল,নীল ,সবুজে কিছু চাইনিজ আলোক সজ্জায় শহর ।গ্রামের আবছা অন্ধকার গুলোতেও চায়না লাইটে ফুটে উঠেছে আজকাল ।মোমবাতি গুলো তো নিভে যায় তাড়াতাড়ি ।আর প্রদীপ! খরচ বেশি ।আকাশও সেজেছে রং বেরঙের ফানুসে ।অন্ধকারটা কি গেছে ? হয়তো গেছে ।
সঞ্জয় কিছু মোমবাতি নিয়ে পশ্চিমের ওই শিমুল ডাঙ্গার কুলফি ফুলের গাছটার নিচে এলো ।
কিছু মোমবাতি জ্বালাবে বলে । নাঃ একটাও জ্বলছে না । একটা অদৃশ্য বাতাস এসে বারবার নিভিয়ে দিয়ে যাচ্ছে যেন । ঠিক এই দিনেই দীপা ওই কুলফি গাছটায় গলায় ফাঁস দিয়ে ছিল ।কি বা করবে ও ।একজন ধর্ষিতাকে সমাজ মেনে নেয় না কখনও ।সঞ্জয় অনেকবার বুঝিয়ে ছিল যে তারা পালিয়ে যাবে ,যেখানে কেউ চিনবে না ওদের। অপেক্ষা করেছিল সঞ্জয় স্টেশনে ।দীপা আর আসেনি ।
নাঃ একটা মোমবাতিও জ্বালাতে পারলো না সঞ্জয় ।গাছের নিচে সেই কখন থেকে চেষ্টা করে যাচ্ছে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন