#আমার_কথা(২৬)
©জ্যোতির্ময় রায়
স্বপ্নরা আজকাল মুঠো ভর্তি শুকনো গোলাপ ,
বৃষ্টির ছোঁয়ায় তাজমহল আঁকে ড্রইং বোর্ড ।
শ্যাওলা জমানো দেওয়াল বেয়ে সর্পিল ভাস্কর্যে
মোমবাতি জ্বলে উঠে মাঝে মাঝে "ইচ্ছে ডানায় ".. . ।।
কিছু নরম উষ্ণতা গুলো শরীর ছুঁতে চায় ,
চুমুতে চুমতে শিউরে উঠে বুঝি লোম ?
গভীরতা মাপতে গিয়ে চোরাবালির পথ উঠে জেগে
প্লাবনে ভেসে গেছে আমার ম্যানগ্রোভ ।
পাহাড়ের পর পাহাড় ,নির্জন উপত্যকায় প্রেম খুঁজি
সামনে পা ফেলতেই হিমালয় জেগে উঠে শুধু ।
অভিমান গুলো তখন কাছে আসার থেকে দামি বেশি,
ছেলে মানুষী প্রেমীকি আদর ছুঁয়ে রেস্তুরাতে জ্বলতে থাকে মোমবাতি রাত ।।
©জ্যোতির্ময় রায়
স্বপ্নরা আজকাল মুঠো ভর্তি শুকনো গোলাপ ,
বৃষ্টির ছোঁয়ায় তাজমহল আঁকে ড্রইং বোর্ড ।
শ্যাওলা জমানো দেওয়াল বেয়ে সর্পিল ভাস্কর্যে
মোমবাতি জ্বলে উঠে মাঝে মাঝে "ইচ্ছে ডানায় ".. . ।।
কিছু নরম উষ্ণতা গুলো শরীর ছুঁতে চায় ,
চুমুতে চুমতে শিউরে উঠে বুঝি লোম ?
গভীরতা মাপতে গিয়ে চোরাবালির পথ উঠে জেগে
প্লাবনে ভেসে গেছে আমার ম্যানগ্রোভ ।
পাহাড়ের পর পাহাড় ,নির্জন উপত্যকায় প্রেম খুঁজি
সামনে পা ফেলতেই হিমালয় জেগে উঠে শুধু ।
অভিমান গুলো তখন কাছে আসার থেকে দামি বেশি,
ছেলে মানুষী প্রেমীকি আদর ছুঁয়ে রেস্তুরাতে জ্বলতে থাকে মোমবাতি রাত ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন