#ওরা(৩)
© জ্যোতির্ময় রায়
মাটির মূর্তিটা প্রতিমা হয়ে ওঠে ।
কত জিনিস ,কত প্রসাধন ,প্যান্ডেল
মাইক ,খিচুরি ,আমাদের মনে উৎসব ।
ওদের প্রতিটি আঙ্গুলের ছাপের স্পর্শ দেবতা পায় ।
প্রিয় মানুষটার প্রতিচ্ছবি ফুটে উঠে মূর্তিতে ।
ফুল ফল ,ধুপ ,ধুনো ,ব্রাহ্মন ,প্রসাদ
তারপর পুজো ...প্রতিমা হয়ে যায় শেষে ।
ওদের ভালোবাসা পুজো হয় ।
ওদের কষ্টের ভালোবাসাই আমাদের মনে উৎসব ।।
০১/০২/১৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন