এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

হয়তো তুমি



                  © জ্যোতির্ময় রায়

আজ আকাশে চাঁদ ও শুক তারা পাশাপাশি ।
আমি সাইকেলে চেপে ,চলছি রাস্তা মেপে ।
কাল স্বরস্বতী পুজো ,বাঙ্গালীর ভেলেন্টাইন ডে।
তুমি আসবে হয়তো শারি পড়ে ,আমি দেখবো তাই।
ভিড়ের মাঝে তোমায় খুঁজে পাওয়াই সাফল্য।

অভিমান পাহাড় প্রমাণ ,আমি দুর থেকে
স্বপ্নের জাল বুনি  ,"তুমি গতকাল কেন আসনি "
আমি হয়তো তখন ট্রেনের চাকার শব্দ শুনতে শুনতে আকাশ মাপবো ,তারারা জ্বলবে যেমন জ্বলে।
দুরে ওই ল্যাম্পপোস্ট গুলো সরে যাবে একটার পর একটা ।
তোমার ডাক নামটা হয়ে ওঠে ওই শুক তারার নাম ।
আমার আকাশে জ্বলতে থাকে সব সময় ।

কোন মন্তব্য নেই: