এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

কবিতা লিখবো বলে



                   

অনেকদিন হলো কবিতা লেখা হয়নি ।ভাবছি লিখবো  একটা কবিতার মতো কবিতা লিখবো এবার -রস থাকবে,মাধুর্যতা থাকবে ,গভীরতা থাকবে অনেকটা ,অব্যক্ত কথা গুলো হঠাৎ ফোয়ারার মতো ।বেশ কয়েকটা সাহিত্যের ম্যাগাজিন পড়লাম অনেক কবিতা ,অনেক কবি  ,অনেক লেখা ,অনেক অনুভুতি  ,নিজের লেখা গুলোকেও ছাড়িনি একটাও ।কিন্তু গভীরতা কই ? কোথায় মারিয়ানা খাতের গভীরতা ,প্রশান্ত মাহাসাগরের অস্তিত্ব পেলাম না দু একটা কবিতাতে ছাড়া ।নিজের
গুলো তো গভীরতা হয়তো নেই শুধু সমুদ্র ছাড়া ।বাকিদের তাও কিছুটা আছে  ।তবুও মনে হচ্ছে কি যেন নেই ?কোথায় যেন একটা  ক্ষুদ্র শূন্য স্থান।

           আবেগ ,যন্ত্রনা ,প্রেম ,প্রকৃতি ,বিদ্রোহ --- আরো কত ধরন লেখার ,এক একটার এক একরকম  ওলেখার ধরন ,এক একরকম উপমা ব্যবহার, এক একেক  ছন্দ ,একেক কৌশল প্রকাশ ভঙ্গির ।কারো চোখে প্রচুর স্বপ্ন ,কেউ বা আহত চাতকের মতো বৃষ্টি চায় ...প্রেম,কেউ বা যন্ত্রনায় ,কেউ বা না  পাওয়ার অধিকার নিয়ে প্রশ্ন তোলে,।কেউ চাওয়া পাওয়ার হিসাব খাতায় করে গোলমাল ,কেউ বা প্রেমে বেসামাল  ।কেউ ফুলকে ভালোবেসে ,কেউ নদীর বা্ঁকে বা্ঁকে কিংবা সবুজ ঘাসে ।কেউ চায়ের দোকানে চাতে চুমু দেয় প্রেমিকার ঠোট ভেবে  ,কেউ পরকীয়ায় বিশ্বাসী  ,কেউ ধোঁকা খেয়ে লিখছে আবেগে ।

       ঠিক আমিও লিখছি এরকমই ,আবেগ প্রচুর  ,যন্ত্রনা গুলো ল্যাম্পপোস্ট ,রাস্তায় গাড়ি চাপা পড়ে প্রেম, প্রেমিকার চোখে পূর্ণিমার চাঁদ ,মেঘলা আকাশে সূর্য্যের আঁকি বুঁকি ,কিংবা ঘুমহীন রাতে পেঁচার ডাকে সভ্যতার বিপর্যয় ।কলমের  ডগায় আগুন জ্বলন্ত সিগারেট  ,দেশলাইয়ের বাক্সে জমতে থাকে কথা ।

সব কবিতাই কবিতা হচ্ছে কি ?জানি না ।সবটাই কবিতা হয়তো ।হয়তো আমার মগজের পোকা নড়েছে ..তাই আবোল তাবোল বলা ।।তবুও কিছু অভিসন্ধি একটা শূন্যতায় ।তাই একটা কবিতা লিখবো বলে রাতের তারা গুনছি ,রাস্তার দু পাশে সবুজ মাঠের গল্প গুলো উঠে আসছে ,বাইসাইকেলের চাকায় পোড়া মোবেলের গন্ধ রক্তের গন্ধে মিশুক বা না মিশুক ঘামের ঘন্ধটা মেশে ।সিগারেটের জ্বলন্ত আগুন যেন এক একটা হাইড্রোজেন বোম ।এই বুঝি তৃতীয় বিশ্ব যুদ্ধ ।হৃদ্পিন্ড কেঁপে উঠে ।কত কিছুই তো অনুভবে আসে ..কথা হয় শুধু ভাষা পায় না কেউ   ।।

       একটা কবিতা  লিখবো বলে মনের ডাইরিটা আরো একবার ঝেড়ে ফেলি ,কই কবিতা ?সব যেন আবোল তাবোল ..গুলিয়ে যাচ্ছে সব ।অনুভবে আসছে কথা কিন্তু ভাষা গুলো কোথায় লুকিয়ে আছে ।হয়তো কোনো অতল গভীরতায় ,প্রবাল প্রাচীর ,কিংবা আফ্রিকার  জঙ্গলে হঠাৎ খুঁজে পাওয়া  হিরক খনি  ...আভাস পাচ্ছি নাগাল পাচ্ছি না।নাহ্ আমি স্বপ্ন নয়  ,আবেগ নয় ,নাহ্ কোনো যন্ত্রনাময় ইতিহাসের কথা বলছি না ,নাহ্  ভবিষ্যৎ নয় ,ভবিষ্যৎটা তো মরিচীকা। আমি একটা বাস্তব চাইছি ।বাস্তবটাই তো চরম সত্যি ,আসল বেঁচে থাকা ।

              বাস্তবটা দীর্ঘস্থায়ী ,চরম সত্যি ।কোনো আবেগ নেই,কোনো যন্ত্রনা নেই ,শুধুই বেঁচে থাকা ।যেখানে যন্ত্রনা ,আবেগ ,ক্ষোপ সব ক্ষণিকের ,শুধু এক পা দু পা করে সামনের ওই হিমালয়ে পদার্পণ ।স্বপ্ন গুলো স্থির ,গতিশীল হোক না কেন মন ,ঘড়ির সেকেন্ডের কাঁটা বলে দেয় হৃদ্স্পন্দন ,যে কোনো মুহূর্তে হয়তো স্তব্দ হবে ।
কবি তাই "স্বপ্ন নয় ,বাস্তবতা চাই ।
কবি যন্ত্রনা নয়,বারুদে আগুন দাও
কবি হতাশা নয় ,আলো জ্বালাও ।
রক্ত নয় কবি ,একটা বিশ্বযুদ্ধ চাই
"মনের সঙ্গে আত্মার ,
"ভালোবাসার সঙ্গে অনুভুতির
মননের সঙ্গে বিবেকের "
দেখো কে জেতে ??

কোন মন্তব্য নেই: