এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

আপেক্ষিকতা

আপেক্ষিকতা
************

ঝলসানো পাতায় সালোকসংশ্লেষ
বিষবাষ্পের অন্তরালে সাদাকালো মেঘ ,
চিরকুট পরে আছে ডাস্টবিনে l
অবহেলায় ...দূরত্ব প্রেমে
আকাশের নীলে সিগারেটের ছাই ,
"তাজমহলে নাকি আজও শাহজাহান কাঁদে "
ধূসর মরুর মাঝ পথে পুড়ে যাওয়া কল্পনায়
পকেট খালি ,   এস্ট্রে থেকে
জ্ঞানী ছেলেটাই পোড়া বিড়ি খুঁজে খায় l

কারখানার সাইরেন বাজে
চাহিদার রাজ্যে ...চাকরি পাবার
সপ্ন আছে অনেক ,নেই শুধু ভাষা কবিতার l
ক্রীতদাসের শরীরে কালকেউটের ছোবল ,
বিষাক্ত শরীরে অক্লান্ত নেশা "কিছু পাবার "l

অভিনয় ভরা বিশ্বমঞ্চে বাঁচার তাগিদ ,
চক্রবূহ্যে ফেঁসে গেছে বিশ্বাস ,
নির্ভরতার আখড়া পেতে নদীর বাঁকে
বাদাম চাষ ..হটাৎ বন্যা l
ছায়াপথে অভিকর্ষী্য় তরঙ্গে কম্পমান জ্যোতিষ্ক ,
টাইটানিকের অভিযান
বাতাসও উষ্ণ হয় ,আপেক্ষিক আদ্রতায় l
অজান্তে ঝরে পরে ফুল
বাষ্পীভূত হয় অশ্রু কণা ,
সময়ের সাথে সাময়িক হয়
কল্পনায় কিংবা বাস্তবে মিশে থাকা  চেনা অচেনা l l
   

                          অচেনা পথিক
                           (জ্যোতির্ময় )

কোন মন্তব্য নেই: