রং পেন্সিলে আজও
মন যে তোমার ছবি আঁকে ,
স্মৃতি গুলো বারে বারে
আমায় পিছন ফিরে যে ডাকে l
আঁধার ঘনিয়ে আসে
মেঘ জমে আকাশে
অঝোরে বৃষ্টি হয় ,
পৃথিবী যে রঙ্গমঞ্চ
শুধু করি তাই বাঁচার অভিনয় l
তবুও তোমাতেই পরে আছে যে হৃদয় ,
রাত শেষে যদি আবার
তোমার সাথে দেখা হয় l
মন যে তোমার ছবি আঁকে ,
স্মৃতি গুলো বারে বারে
আমায় পিছন ফিরে যে ডাকে l
আঁধার ঘনিয়ে আসে
মেঘ জমে আকাশে
অঝোরে বৃষ্টি হয় ,
পৃথিবী যে রঙ্গমঞ্চ
শুধু করি তাই বাঁচার অভিনয় l
তবুও তোমাতেই পরে আছে যে হৃদয় ,
রাত শেষে যদি আবার
তোমার সাথে দেখা হয় l
অচেনা পথিক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন