এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৬ মার্চ, ২০১৯

হাচা কথা (২): জ্যোতির্ময়



একবার চলে গেলে আর ফিরে যাই না । অতীতে বিশ্বাসী নই ।তবে অতীতে যাই প্রয়োজনে ,ভুল গুলোকে সুধরাতে ,কিংবা ঠিক গুলো থেকে শিখে নিতে (উদাহরণ:এই যে কিছু খন আগে আমার সব দোষ বলে দিয়েছি সেইটা আর করুম না) । বর্তমানে বাঁচি ,বিশ্বাস করি । কোনো হারানোর ভয় নেই ,কারণ হারতে হারতে নিঃস্ব । তাই জুতো সেলাই থেকে বেদ-গীতা পাঠ সবটাই পারি । রান্নাটা প্রিয় শখ ,সব ধরণের রান্না করতে পারি (এটা ঘেমও বলতে পারো) । একবার ভালো বাসলে ,ভুলি না ,(তবে সাইলেন্ট থাকাটা অভ্যেস) । কবিতাটা যেকোনো নেশার থেকে বেশি নেশা(পুরো লাইফটা হেল করে দিলো) । তবে হ্যাঁ তুমি দুধ দিলে আমি ঘী দেব । কিন্তু তুমি ঝাল দিলেই আমি চিনি দিতে পিছুপা হই না(যাতে ঝাল বেশি লাগে)  ।প্রেমিক নই ,মেয়ে পটাতে পারি না ,প্রেম ঠিকে না আর রাত্রিটাই বেশি ভালো লাগে দিনের থেকে ,(দিনে এত আলোতে অন্ধকার গুলো বোঝা যায় না ,কিন্তু রাত্রে আলো বোঝা যায় তাই )  সকাল হয় 11 টায় ।

কোন মন্তব্য নেই: