এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৬ মার্চ, ২০১৯

হাচা কথা: জ্যোতির্ময়



প্রথমত , বিড়ি ,সিগারেট ,মদ ,গাঁজা সবটা খাই (যদিও ওকেজনালি ) পায়খানা যেতে গেলে বিড়িটা মাস্ট, চা এর সঙ্গে বিস্কুটের বদলে একটা গোল্ড ফ্লাক বা ফ্লাক ( সিগারেট টা মাস্ট) ,খুব কিপ্টে , 2 মাসে একবার সাবান আর মাসে দু বার সেম্পু কিনি বাকি দিন বন্ধুদের মেরে চালাই , খিস্তি প্রচুর মারী ,এর জন্য মাঝে মাঝে কেস খাই ,কেস খেতে ভালোই লাগে ,আর পড়াশুনা সপ্তাহে তিন দিনের উপর করি না ,পরীক্ষার সময় করি শুধু মাত্র । একটুকুতেই রাগি না ,কিন্তু প্রচুর অভিমান জন্মালেও প্রকাশ করি না ,সিরিয়াস মোডে চ‍্যাবলামো  আর চ‍্যাবলামো মোডে সিরিয়াস হই । খুব কম কথা বলি ,আর বলতে শুরু করলে থামি না ,ভাট বকতে ভালোও লাগে , মদ না খেয়েও মাতলামি করতে পারি । এবার প্রেমে লাইফে ... প্রথম প্রেম বলতে পারিনি কোনোদিন   ,দ্বিতীয় প্রেমে দূরত্ব আমার পাগলামি তার ভালো লাগে না বলে আর কবিতাটা কে ঘৃণা করতো বলে (তিন বছর আগে)  খুব কম রিপ্লাই দেই মেসেঞ্জার বা হোয়াটস App এও ,আর সব থেকে বড় কথা কারো পরোয়া করি না , কে কি বললো তাতে আমার desh dese যায় । শুধু ভাবি যে টা ঠিক সেটাই প্রাধান্য দেই , সোজা সাপটা বলি আর একটুতেই ইমোশন হয়ে পড়ি ।।

সবাইকে আপন ভাবি যখন দেখি লেং মারে ,তখন হয় গান্ধীবাদী না হয় হিটলার হই এটা ডিপেন্ড করে লোকটার উপর ।

তবে খুব খারাপ আমি ?
এরপরেও যারা বন্ধুত্ব রাখতে চান রাখতে পারেন ,না হলে আসতে পারেন ।

কোন মন্তব্য নেই: