#হৃদধ্বনি
************
© জ্যোতির্ময় রায়
আমি বাঙ্গালি ,বাংলায় কথা বলি ।
মনের ভাষা গুলো শব্দ হয়
বর্ণ মালার পথ ধরে এক পা দু পা রোজ চলি ।।
সেই প্রথম আমার বলতে শেখা
সেই আমার শ্লেট পেনসিলে প্রথম লেখা।
সেই প্রথম মায়ের মুখে হাসি
বাংলা আমার হৃদধ্বনি, তোমায় আমি ভালোবাসি ।।
শত-শত তাজা-তাজা প্রাণ
রেখে গেছে আমার ভাষার মান ।
গাইতে নির্ভয়ে হৃদয়ের ভাষায় গান।।
বারুদ ,বোমা, মিছিলে বুকে লেগেছে গুলি ,
বিশ্বের শ্রেষ্ঠ মধুর ভাষায় আমি কথা বলি ।।
জানি না কি জাদু ভাই বাংলা গানে
চঞ্চল মন শান্ত হয় গান শুনে ।
হ্যাঁ আমার গর্ব ,আমার ভালোবাসা
আমার না বলা কথাগুলো পায় যে ভাষা
সে হলো আমার হৃদধ্বনি বাংলা ভাষা ।।
************
© জ্যোতির্ময় রায়
আমি বাঙ্গালি ,বাংলায় কথা বলি ।
মনের ভাষা গুলো শব্দ হয়
বর্ণ মালার পথ ধরে এক পা দু পা রোজ চলি ।।
সেই প্রথম আমার বলতে শেখা
সেই আমার শ্লেট পেনসিলে প্রথম লেখা।
সেই প্রথম মায়ের মুখে হাসি
বাংলা আমার হৃদধ্বনি, তোমায় আমি ভালোবাসি ।।
শত-শত তাজা-তাজা প্রাণ
রেখে গেছে আমার ভাষার মান ।
গাইতে নির্ভয়ে হৃদয়ের ভাষায় গান।।
বারুদ ,বোমা, মিছিলে বুকে লেগেছে গুলি ,
বিশ্বের শ্রেষ্ঠ মধুর ভাষায় আমি কথা বলি ।।
জানি না কি জাদু ভাই বাংলা গানে
চঞ্চল মন শান্ত হয় গান শুনে ।
হ্যাঁ আমার গর্ব ,আমার ভালোবাসা
আমার না বলা কথাগুলো পায় যে ভাষা
সে হলো আমার হৃদধ্বনি বাংলা ভাষা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন