রং মশাল ....অন্ধকারপথ
দুহাত বাড়াও ....ছোঁব তোমায় l
বৃষ্টি ভেজা বিকেল ..আমরা দুজন রাস্তায় l
ছাতাটা উড়িয়ে দিয়েছি হাওয়ায়
"বৃষ্টি ও বৃষ্টি তুমি এসো ...
ভিজবো আজ সারাক্ষণ এই বর্ষায়
এক অসমাপ্ত গল্প ....স্মৃতি পাতায় l
ঢাকুঁড়িয়া লেক ...কিংবা সায়েন্সসিটিতে
ক্যামেরার ফ্ল্যাশ লাইটে ঝলসে উঠা হাসি মুখ
তোমার অনুভবি ঠোঁট দুটি
আমায় আলিঙ্গনে ,উষ্ণ চুম্বনে
তোমার স্বপ্নগুলি পেত ভবিষ্যৎ l
গ্রীষ্মের দুপুর তপ্ত রোদে সান গ্লাস চোখে
গাল দুটি পুড়ে গেছে সস্তার রোদ্দুরে
মেলেছি ডানা ,চলো যাবো আজ উড়ে
অতীতে .....স্মৃতির পাতায় l
পাঁচ মিনিটের লেট ....
শাস্তি প্রদান ....তোমার আদালতে
এক ঘণ্টা অপেক্ষায় ...
মধুর অভিমান সুরে ...আবদার
"চলো না যাই আজ সিটিসেন্টার "
কিংবা ফোনে গল্প শুনানো
"ঘুম আসছে না চোখে "
আজ সবই কল্পনায় ...
বেঁচে আছে সব শুধু কবিতায় l
কম্পাসের কাঁটায় দিক নির্ণয়
মেঘমোল্লার দেশ কোথায় ?
রামধনু উঠে দেখো মেঘের আড়ালে
হঠাৎ রং বদলে বর্তমান ...
আমি শুনেছি ...বুঝেছি
তোমায় ,তোমার ভালোবাসায়
চুম্বকীয় আবেশ l
হেঁটেছি অনেকটা পথ হাত ধরে
অতীতে স্মৃতির পাতায় l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন