এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

পিছু টান



সামনে এঁকে বেঁকে ওই মৃত্যুর বালিয়াড়ি
তাতে দিগন্তের গৌধূলি সাজ
সিলিং ফ্যানের ঘুমপাড়ানী .... মন ঘুমাও একটু ।
ধান জমি আলে টুপ টাপ বৃষ্টি রাম ধনু আঁকে
যে শিকলে বন্দী ছিল গাঙ চিল
মুক্ত ডানা  .... নীল রঙ ভীষণ প্রিয় যে ॥
প্রশ্নটা তোলা থাক ... থাক না ওই চাঁদে
কলঙ্কটা শোভা পায় বুঝি ,প্রেম ?
ফেলে আসা পথে কিছু ছায়া
যোগ বিয়োগে হিসাব মেলায় .... ॥

কোন মন্তব্য নেই: