কোথায় যাবো বলো ?
নদী তো সমুদ্রের খোঁজে
মেঘ হিমালয়ে ... দু এক ফোঁটা বৃষ্টির দাগ
ভাঙ্গা চশমার কাঁচে ..।
মরু পথ পেরোয় স্বপ্ন গুলি রোজ
রেড সিগন্যালে আটকে আমার ক্যানভাস ।।
কে আমি ? কে ....? প্রতিদিন হেরে যাওয়া পথিক
শিরদাঁড়াহীন কেঁচোও জানে মাটির গন্ধ ....
আমার ভিতর ফাঁকা কলসে এক ফোটা বাষ্প নেই
দেশলাই খাপে বন্দী স্বপ্ন .... ।
ফের প্রশ্ন উঠে .... কে আমি ?
কার আমি ? প্রেমের ,তাদের নাকি তোমার ...?
নাহ আমি তো আমারও নয় ,তবে ?
এক ফোটা ঘাম বৃষ্টি হয়ে ঝরে ...... ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন