এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

শেষ হতে হতে



আজকাল শব্দরাও বড্ড অকেজো,
আর বুকের ভিতর তোলপাড় করে না
শুধুই আঁকি বুঁকি কেঁটে যায় নীরবতায় ।।

রক্তের দাগে পাতা ভেজায়নি কতকাল,
পোয়াতি মনের হঠাৎ পাশ ফিরে শুয়ে থাকা,
আগুনে পুড়েছে কতদিন ,রোদ আসেনি বারান্দায় ।।

দুচোখে আঁকছি রামধনু ,চশমায় জন্মদাগ
বিষাক্ত শরীরে তবে সে ঘৃণা জমানো থাক ।।

ভালোবাসাগুলো যেন কেমন আছে আজ?
সন্ধ্যে হলেই ফেরৎ আসে না আর কেউ
বালির উপর রুমাল ,ভাসিয়ে নিয়ে যায় অন্যঢেউ ।।

কোন মন্তব্য নেই: